শাল্লা সুনামগঞ্জ সংবাদদাতা :সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে,ইসলামিক রিলিফ বাংলাদেশ একসেস প্রকল্পের সহযোগিতায় “এইচআইভি সংক্রমন প্রতিরোধ করবো আর বৈষম্যহীন পৃথিবী গড়বো এই আমাদের অঙ্গীকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১লা ডিসেম্বর মঙ্গলবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে উপজেলা সদরের গুরুত্ব্পূর্ণ সড়কে সকাল ১০.৩০ টায় র্যালী শেষে শাল্লা উপজেলা হাসপাতাল ট্রেনিং সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাল্লা উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও ইসলামিক রিলিফ একসেস প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ আজহারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামিক রিলিফের সুনামগঞ্জ জেলা প্রজেক্ট ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, ইসলামিক রিলিফ একসেস প্রকল্পের ভারপ্রাপ্ত সুনামগঞ্জ জেলা প্রকল্প ব্যবস্থাপক শ্যামল চন্দ্র সরকার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিজয় কৃষ্ণ সরকার।
বক্তাগণ এইচ আই ভি কি? এইডস কি? এর উৎপত্তি, কিভাবে ছাড়ায় এর লক্ষণ, চিকিৎসা, প্রতিরোধ, বাংলাদেশে এইডস পরিস্থিতি, বিশ্বে এইডস এর পরিস্থিতির উপর আলোকপাত করে জুড়ালো বক্তব্য রাখেন। এছাড়া সভায় এলাকার প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply