জগন্নাথপুর২৪ ডেস্ক::
করোনার সর্বগ্রাসী পচন থেকে বিশ্বকে বাঁচাতে হবে এবং এ জন্য বিশ্বের সকল দেশ, জাতি ও সরকারকে একাত্ম হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) কুমিল্লার দাউদকান্দি, তিতাস, মেঘনা ও হোমনা উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, শুভাকাঙ্খীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।
ড. মোশাররফ বলেন, ‘বর্তমান বিশ্বব্যবস্থায় আমরা সকলে মিলে বিশ্বকে কলুষিত করছি- পাপের বোঝা দুনিয়া আর ধারণ করতে পারছে না। তাই সর্বগ্রাসী এই পচন থেকে বিশ্বকে বাঁচাতে হবে। এই জন্য সকল দেশ, জাতি ও সরকারকে একাত্ম হওয়ার কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই মহান সৃষ্টিকর্তার কাছে তওবা করে প্রার্থনা করি, তিনি যেন করোনাভাইরাসের অভিশাপ থেকে বিশ্বের সকল মানুষকে হেফাজত করেন।’
দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. মোশাররফ বলেন, ‘আপনারা সকলে জেনেছেন, গত ৩১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমি ও আমার স্ত্রী বিলকিস আক্তার হোসেন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। আমাদের অসুস্থতার খবর পেয়ে দেশে-বিদেশে আপনারা আমাদের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও ব্যক্তিগত পর্যায়ে দোয়া করেছেন। আপনাদের কাছে আমরা আন্তরিভাবে কৃতজ্ঞ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’
ড. মোশাররফ আরো বলেন, ‘মহান আল্লাহর অসীম রহমত এবং আপনাদের সকলের ঐকান্তিক দোয়া ও ভালোবাসায় গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেল ৫টায় আমরা নিজ বাসভবনে ফিরে আসতে পেরেছি। করোনাত্তর রোগব্যাধীর জন্য বেশ কিছুদিন নিবিড় চিকিৎসায় থাকতে হবে। তাই কত সময়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারব, তা এখনো জানি না। এই বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি।’
Leave a Reply