আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: ব্রাডফোর্ডে বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন ( BCA ) এর অফিসে কমিউনিটি লিডার আনছার হাবিবের পরিচালনায় ব্রাডফোর্ড টেলেন্ট এওয়ার্ড ২০১৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিউনিটির বিভিন্ন স্থরের ব্যক্তিদের মধ্যে মতামত ব্যক্ত করেন মজম্মিল আলী , জি,এম , বাকি বিল্লাহ ,মো: ইমরুল হুসাইন ,আব্দুস সামাদ , মো : দিলওয়ার হুসাইন ,আব্দুর রব , প্রমুখ । বক্তারা গত বছর অনুষ্ঠিত টেলেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সাফল্যের কথা উল্লেখ করে বলেন – কমিউনিটির সর্বসস্তরের মানুষের কাছ থেকে প্রাপ্ত প্রশংসার ও সহযোগিতা আমাদেরকে মুগ্ধ করেছে যার ধারাবাহিকতায় এবছর আবার আমরা এই আমাদের কমিউনিটির মেধাবী ছাত্র-ছাত্রীদের অ্যাওয়ার্ড প্রদান করতে উত্সাহী । আশা করি এ বছরও সবাই সাহায্য ও সহযোগিতা করবেন । অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ শে ডিসেম্বর রোজ বুধবার , মানিগাম লেন শাপলা কমিউনিটি সেন্টারে ।
উক্ত অনুষ্ঠানে ২০১৫ এ ব্র্যাডফোর্ডের বাংলাদেশী কমিউনিটির জি,সি,এস,ই ও এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে ।
Leave a Reply