স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা শ্রী শ্রী অদ্বেত প্রভু গীতা সংঘের উদ্যোগে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী নাম ও লীলা সংকীর্ত্তণ মহোৎসব বাসুদেব জীউর শ্রমন্দির প্রাঙ্গনে বুধবার থেকে শুরু হয়েছে। সকালে উপজেলা সদরের বিভিন্ন মন্দির প্রর্দক্ষিনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিকাল চারটায় শ্রীমদ্ভগবতগীতা পাঠ করেন পরমভাগবত ভক্ত প্রবর তরুন চক্রবর্তী। সন্ধ্যায় শ্রীমদ্ধাগবত ও শ্রী শ্রী চৈতন্যচরিতামৃত পাঠ করেন শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক পরমভাগবত ভক্তপ্রবর শ্যামসুন্দর দে রাধেশ্যাম। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে নাম ও লীলা কীর্ত্তন। পরিবেশনায় থাকবে চারণকবি ও ব্যাকরণতীর্থ বিনয় সূত্রধর চুনারুঘাট। অমৃতের সন্ধানে জীভ সম্প্রদায় মন্টিু চক্রবর্তী জকিগঞ্জ। রাধামাধব সম্প্রদায় বনমালী দাস দোয়ারাবাজার। শুক্রবার সকালে কলংক মোচন অধিবাস ও দধিরভান্ড ভঞ্জনের মাধ্যমে সমাপ্তি হবে। উৎসব উদযাপন কমিটির সভাপতি সৈলেন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ উৎসবে সকলের উপস্থিতি ও সহযোগীতা কামণা করেন।
Leave a Reply