1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
কোয়ারেন্টিন থেকে উধাও: ৬ প্রবাসীকে ১৮ হাজার টাকা জরিমানা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

কোয়ারেন্টিন থেকে উধাও: ৬ প্রবাসীকে ১৮ হাজার টাকা জরিমানা

  • Update Time : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ২৯৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের আম্বরখানায় হোটেল ব্রিটানিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ‘উধাও’ হয়ে যাওয়া ৯ যুক্তরাজ্য প্রবাসীর মধ্যে ৬ জনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সূত্র জানায়, উধাও হওয়া প্রবাসী পরিবারের সদস্যরা রোববার রাত ৮টার দিকে হোটেলে ফেরেন। এর মধ্যে ৬ জনকে ১৮ হাজার টাকা জরিমানা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। বাকি ৩ জন শিশু হওয়ায় তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা যায়নি।
কায়ারিন্টিনে থাকা একই পরিবারের সদস্যরা হলেন, আব্দুল মালিক (৪৬), রুনা আক্তার (৪৪), তামিমা আক্তার(৯), তায়্যিবা আক্তার (১১), রুবাবা আক্তার (৪৩), রাহিমা বেগম (৪৩), রাদিয়া আক্তার (১১), সায়েমা বেগম (১৮) ও এম তাহমিদ চৌধুরী (৪)।
সূত্র জানায়, রোববার দুপুর ২টার দিকে ২০৩, ৬০৩ নম্বর কক্ষে থাকা একই পরিবারের ৯ প্রবাসী কাউকে কিছু না বলে চলে যান। পরে মুঠোফোনে তাদের সাথে যোগাযোগ করা হয়। প্রবাসীরা জানিয়েছেন, তারা মুমূর্ষু রোগী দেখতে বাড়ি গেছেন। তারা পুনরায় হোটেলে কোয়ারেন্টিনে ফিরবেন বলে জানান হোটেল কর্তৃপক্ষকে।
জানা গেছে, হোটেল থেকে নিখোঁজ ৯ প্রবাসী ১৮ মার্চ লন্ডন থেকে এসে কেয়ারেন্টিনে থাকতে শুরু করেন। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে আগামী ২৬ মার্চ তাদের কেয়ারেন্টিন শেষ হওয়ার কথা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, ওই হোটেলে ৩ জন পুলিশ সদস্য দায়িত্বরত রয়েছেন। তাদের উপস্থিতি সত্তে¡ও কিভাবে প্রবাসীরা বাড়ি চলে গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে পুলিশ বা হোটেল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com