জগন্নাথপুর২৪ ডেস্ক::
সম্প্রতি গণভোটের মাধ্যমে নারীদের পুরো মুখ ঢাকায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সুইজারল্যান্ড। এ আইনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ওএইচসিএইচআর)।
গত মঙ্গলবার (৯ মার্চ) এক বিবৃতিতে মানবাধিকার সংস্থার মুখপাত্র রেভিনা সামদাসানি আইনটিকে দুঃখজনক আখ্যায়িত করে জানান, এখন থেকে সুইজারল্যান্ড ওই দেশগুলোর তালিকায় যুক্ত হয়েছে যারা মুসলিম নারীদের বিরুদ্ধে আইনের মাধ্যমে সক্রিয়ভাবে বৈষম্যমূলক আচরণ করে।
সামদাসানি আরো বলেন, আইনের মাধ্যমে নারীরা কী পরিধান করবে তা নির্ধারণ করা মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত জটিল বিষয়। আইন করে মুখ ঢাকা নিষিদ্ধের বিষয়টি নারীর ধর্ম পালনের স্বাধীনতা ক্ষুণ্ন করে এবং মানবাধিকারের ওপর প্রভাব ফেলে।
গত ৭ মার্চ গণভোটের মাধ্যমে প্রকাশ্যে নারীদের মুখ ঢাকায় নিষেধাজ্ঞা আরোপ করে সুইজারল্যান্ড। ফলে নারীরা আর দেশটিতে প্রকাশ্যে বোরকা বা নিকাব পরিধান করতে পারবেন না। দেশটির মুসলিম ও ইহুদি জনগোষ্ঠীর সংগঠনগুলো আইনটির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে।
অবশ্য ধর্মীয় উপাসনালয় এবং নিরাপত্তা ও স্বাস্থ্যগত কারণে এই নিয়ম প্রযোজ্য হবে না। ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডসসহ ইউরোপের কয়েকটি দেশে একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর আছে।কালের কণ্ঠ
Leave a Reply