1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
কাদের মির্জাকে গ্রেফতারের দাবি উপজেলা আওয়ামী লীগের - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:১০ অপরাহ্ন

কাদের মির্জাকে গ্রেফতারের দাবি উপজেলা আওয়ামী লীগের

  • Update Time : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৭৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:;

বসুরহাটে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ৫দিন পর শনিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো আতঙ্ক কাটেনি ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে। এদিকে আইন-শৃংখলা নিয়ন্ত্রণে রাখার স্বার্থে র‌্যাব-পুলিশ সহ অন্তত ৩ শতাধিক সদস্য মাঠে অবস্থান করছেন।

ব্যবসায়ীরা জানান, গত এক বছর থেকে করোনার কারণে ব্যবসা-বাণিজ্য করা সম্ভব হয়নি। এখন আবার গত ২/৩ মাস থেকে রাজনৈতিক অস্থিরতার জন্য ব্যবসা/বাণিজ্য বন্ধের পথে।

ভয়ে আতঙ্কে গ্রাহক আসতে চায় না। বিশেষ প্রয়োজন ছাড়া তেমন লোকজন আসেন না। তাই কর্মচারীদের নিয়ে অনেকে লোকসানের সম্মুখীন হচ্ছেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

অপরদিকে, আবদুল কাদের মির্জাকে প্রধান আসামি করে মোট ১৫৬ জনের বিরুদ্ধে নিহত আলাউদ্দিনের ভাই থানায় এজাহার দাখিল করলেও পুলিশ ৪ দিন পরেও মামলা রেকর্ড করেননি বলে অভিযোগ করেন তার পরিবার।

এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নিহতের পরিবার। একই ভাবে মুক্তিযুদ্ধা খিজির হায়াতকে লাঞ্চিতের অভিযোগে কাদের মির্জা সহ ৬০ জনের বিরুদ্ধে এজাহার দাখিল করলেও পুলিশ মামলা রেকর্ড করেননি। এমন অভিযোগ করেন খিজির হায়াতের স্ত্রী কোম্পানিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন।

অন্যদিকে, শনিবার সকাল ১১টায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার নেতা কর্মীদের পুলিশ হয়রানি করছে।

এই পর্যন্ত ৭/৮জনকে গ্রেফতার করেছে। একটি মহল তাকে হত্যার পরিকল্পনা করছে বলেও তিনি অভিযোগ করেন।

 

এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জাকে গ্রেফতারের দাবি জানিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

শনিবার দুপুর পৌনে ২টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যম কর্মিদের কাছে পাঠানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁনের ওপর হামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৯ মার্চ তারিখের প্রতিবাদ সভায় মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে সমাবেশে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

 

শ্রমিকলীগ কর্মি আলাউদ্দিনের নৃশংস হত্যার মাস্টার মাইন্ড খুনি মির্জাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

প্রেস বিজ্ঞপ্তিতে, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নিঃশর্ত মুক্তি দাবি করে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

এ বিষয়ে ফোনে যোগাযোগ করলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  নুরনবী চৌধুরী গণমাধ্যম কর্মীদের প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন বর্তমানে গুরুত্বর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, এর আগে শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী এ প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com