স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের বাসিন্দা ইউপি সদস্য ইলিয়াছ মিয়া নিজবাড়িতে অবরুদ্ধ হয়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এরিপোর্ট লেখাকালীন সময় রাত একটায় পুলিশ ইউপি সদস্যকে উদ্ধার করে অবরুদ্ধ থেকে মুক্ত করার চেষ্ঠা করছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, খাগাউড়া গ্রামের ইউপি সদস্য ইলিয়াছ মিয়া ও একই গ্রামের মশাহিদ মিয়াসহ গ্রামবাসীর মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান আরশ মিয়ার মধ্যস্থতায় সালিস বৈঠকের জন্য বৃহস্পতিবার রাতে যোগাযোগ করা হলে ইউপি সদস্য গ্রামবাসীকে ভয়ভীতি দেখাতে পাশ্ববতী দিরাই উপজেলার হাতিয়া ও সুরাইয়ারপাড় গ্রামের সন্ত্রাসী যুবক এনে ভয়ভীতি প্রর্দশন করার খবর পেয়ে গ্রামবাসী উত্তেজিত হয়ে উঠেন। এক পর্যায়ে গ্রামবাসী ইউপি সদস্যর বাড়িটি অবরুদ্ধ করে ভাড়াটিয়া সন্ত্রাসীদের বের করে দিতে পুরোবাড়িটি অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি দ্রুত অবনতি ঘটলে স্থানীয় চেয়ারম্যান আরশ মিয়া থানায় খবর দিলে রাত ১টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। গ্রামবাসী জানান,ইউপি সদস্য ইলিয়াছ মিয়ার কাছে গ্রামবাসীর সাড়ে তিনলাখ টাকা পাওনা রয়েছে। টাকা আত্মসাৎ করতে গ্রামবাসীকে ভয়ভীতি দেখাতে ভাড়াটিয়া সন্ত্রাসী আনেন। যে সংবাদে পুরোগ্রামে উত্তেজনা দেখা দেয়। গ্রামের লোকজন সন্ত্রাসীদের অবরুদ্ধ করে রাখে। জগন্নাথপুর থানার এস.আই আব্দুল কাদির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে প্রকৃত ঘটনা বুঝার চেষ্ঠা করছি।
Leave a Reply