জগন্নাথপুর২৪ ডেস্ক::
দিরাইয়ে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের শনিবারের কর্মসূচীকে (২০ ফেব্রুয়ারি) ঘিরে বিভক্ত দিরাই উপজেলা আওয়ামী লীগ। এই কর্মসূচী নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন দলের স্থানীয় নেতারা। সংগঠনের একাংশের দাবি, স্থানীয় একজন ‘বিতর্কিত’ ব্যক্তির আমন্ত্রণে তিনি দিরাইয়ে আসছেন। এই কর্মসূচির বিষয়ে স্থানীয় সাংসদ কিংবা উপজেলা আওয়ামী লীগকে কিছুই জানানো হয় নি। অপরাংশ বলছে, অবহেলিত পূর্ব দিরাইবাসী এবং জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য ১২ বছর বন্ধ থাকা হাসপাতাল চালুর আয়োজনে মন্ত্রীকে আসতে বাধা দেবার চেষ্টা করছে একটি পক্ষ, এরা উন্নয়ন চায় না।
প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ভবনসহ সকল অবকাঠামো নির্মাণের একযুগ পরেও সরকারের তদারকিতেই ছিল না দিরাইয়ের জগদল ২০ শয্যার হাসপাতাল কমপ্লেক্স। ওখানে দেখভাল করার পাহাড়াদারও ছিল না। ভবনের ছাদ-দেয়ালসবই নষ্ট হয়ে যাচ্ছিল। সীমানা দেওয়াল নদীগর্ভে চলে গেছে। কমপ্লেক্সে আশপাশের লোকজন গরু নিয়ে রাখতেন।
দিরাইসহ আশপাশের দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরের ভাটি এলাকার ৪০ গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য ২০০৮ সালে বিশ^ব্যাংকের আর্থিক সহায়তায় প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে জগদল ২০ শয্যা হাসপাতাল কমপ্লেক্সের অবকাঠামো নির্মাণ করা হয়। অবকাঠামোর উদ্বোধন হয় ২০১৩ সালে। আর কিছুই হয় নি এই হাসপাতালের।
জগদল গ্রামের বাসিন্দা সাবেক যুগ্ম সচিব মিজানুর রহমান যখন কুমিল্লার জেলা প্রশাসক ছিলেন তখনকার স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মুশারফ হুসেন ছিলেন কুমিল্লা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তখনকার সরকারের আস্থভাজন এই কর্মকর্তা স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করে তার গ্রামে একটি হাসপাতাল নির্মাণের ব্যবস্থা করেন এবং তখনকালীন হুইপ (বর্তমানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা) ফজলুল হক আছপিয়াকে দিয়ে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করান। ওই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তকে আমন্ত্রণ জানালেও তিনি আসেন নি। পরে এই হাসপাতাল কমপ্লেক্স এর অবকাঠামো নির্মাণ করা হয়। এর কিছুদিনই পরই আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং সুরঞ্জিত সেন গুপ্ত (প্রয়াত জাতীয় নেতা) সংসদ সদস্য নির্বাচিত হয়ে হাসপাতাল কমপ্লেক্সের সকল ভবনের উদ্বোধন করেন। জনবল ও সরঞ্জাম কাঠামোর তখনও অনুমোদন হয় নি। এরপর থেকে প্রায় একযুগ হলেও এটি তালাবদ্ধই ছিল। জনবল ও সরঞ্জাম কাঠামো সম্প্রতি অনুমোদন লাভ করেছে। বৃহস্পতিবার এই হাসপাতালের ৬ ডাক্তারের পদের মধ্যে ৪ ডাক্তার যোগদান করেছেন। ৬ নার্সের পদের মধ্যে ৪ জন এবং অন্যান্য পদের ৪ জনের মধ্যে ৩ জন যোগদান করেছেন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ জানান, ৪ জন ডাক্তার এবং ৪ জন নার্সসহ ১১ জন স্বাস্থ্য কর্মী দিরাইয়ে পৌঁছেছেন। শনিবার হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন হবে।
এদিকে হাসপাতালের সেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে পরিকল্পনামন্ত্রীর সফর নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতি দিচ্ছে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষ।
দলের একাংশের দাবি স্থানীয় একজন ‘বিতর্কিত’ ব্যক্তির আমন্ত্রণে মন্ত্রী দিরাইয়ে আসতে চাচ্ছেন। এছাড়া এই কর্মসূচির বিষয়ে স্থানীয় সাংসদ কিংবা উপজেলা আওয়ামী লীগকে কিছুই জানানো হয়নি।
অপরদিকে সংগঠনের আরেকাংশ বলছে পূর্ব দিরাই এবং জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জের ভাটির ৪০ গ্রামের মানুষের স্বাস্থ্যসেবার কোন ব্যবস্থা নেই। যোগাযোগ ব্যবস্থাও ভালো নয়। ১২ বছর আগে হওয়া হাসপাতালটির তালাবদ্ধ দরজা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় খোলে দেবার ব্যবস্থা হয়েছে। তিনি এই মাসের শেষ দিকে দেশের বাইরে বেশ কিছুদিনের জন্য চলে যাচ্ছেন, এজন্য আমরা তাঁকে দিয়ে এই হাসপাতালটি উদ্বোধন করাতে চাই।
দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য মঞ্জুর আলম চৌধুরী বলেন, জগদল হাসপাতাল চালু হবে শুনে আনন্দিত মানুষ। এলাকার মানুষ কৃতজ্ঞতা জানানোর জন্য পরিকল্পনা মন্ত্রীকে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করাতে চায়। সাবেক যুগ্মসচিব মিজানুর রহমান জগদলের মানুষ হিসাবে হাসপাতালের নানা কাজে যুক্ত থাকতে পারেন। তিনি আওয়ামী লীগের কেউ নয়। আওয়ামী লীগে তিনি যোগদান করতে চাইলেও আমরা কিংবা মন্ত্রী সাহেব তাঁকে দলে নিতে পারবো না। আসতে চাইলে যথাযত নেতৃত্বের মাধ্যমে তাঁকে দলে আসতে হবে। তাঁর আমন্ত্রণেও মন্ত্রী এখানে আসছেন না। মন্ত্রীর কর্মসূচীর জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দারের সঙ্গেও কথা বলা হয়েছে। সাধারণ সম্পাদক প্রদীপ রায় খুনের মামলার আসামী হওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করা হয় নি। যুবলীগের সভাপতি রঞ্জন রায়, কৃষকলীগের আহ্বায়ক তাজুল ইসলাম, দিরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম চৌধুরী এই আয়োজনের উদ্যোক্তা। দলের একটি পক্ষ মিজানুর রহমানের নাম সামনে এনে মন্ত্রীকে বিব্রত এবং স্থানীয় লোকজনের মধ্যে বিব্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
দিরাই উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সোহেল আহমদ বললেন, দিরাই উপজেলার জগদল ইউনিয়নে প্রতিষ্ঠিত জগদল ২০ শয্যা হাসপাতালটি ২০১৩ সালে উদ্বোধন করেন সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) সাংসদ তৎকালীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও প্রধানমন্ত্রীর তৎকালীন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা চিকিৎসক সৈয়দ মোদাচ্ছের আলী। কিন্তু উদ্বোধনের পর আর এটি চালু হয়নি।
এখন জগদল গ্রামের বাসিন্দা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সাবেক যুগ্মসচিব মিজানুর রহমানের আমন্ত্রণে আগামি শনিবার এই হাসপাতালটি আবার উদ্বোধন করতে আসবেন পরিকল্পনা মন্ত্রী। পরিকল্পনামন্ত্রীর এই সফর সম্পর্কে স্থানীয় সাংসদ জয়া সেনগুপ্তা কিংবা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে কিছুই জানানো হয়নি। তাই এই সফর বাতিলের জন্য পরিকল্পনামন্ত্রীর প্রতি আহবান জানাতে এবং দৃষ্টি আকর্ষণ করতে আমরা নানা কর্মসূচী পালন করছি। গেল মঙ্গলবার এজন্য সংবাদ সম্মেলনও করেছি আমরা।
সংবাদ সম্মেলনে দিরাই পৌরসভা শাখা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, যুগ্মসাধারণ সম্পাদক আবদুর রশিদ ও লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, দপ্তর সম্পাদক বিকাশ রায়, দিরাই পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগ নেতা বিশ^জিৎ রায়, জগদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিবলী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
দিরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার বলেন, আমরা উন্নয়ন বিরোধী নয়। পরিকল্পনা মন্ত্রী জগদলের এই হাসপাতাল উদ্বোধন করার বিপক্ষেও আমরা নয়। আমরা চাই অতি উৎসাহী বিএনপির নেতা কর্মী কিংবা আওয়ামী লীগের অব্যাহতি প্রাপ্তদের আয়োজনে না এসে স্থানীয় এমপি, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি আসবেন, আমরা তাঁকে লাল গালিচা সংবর্ধনা জানাবো।
দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় বললেন, জগদলের বাসিন্দা হিসেবে মিজানুর রহমান সহযোগিতা করতে পারেন। কিন্তু এই প্রোগ্রামের আয়োজন তার উদ্যোগে করা হচ্ছে এই বক্তব্য অসত্য, মিথ্যাচার। আমরা যারা প্রোগ্রামের আয়োজনে যুক্ত আছি সকলেই দলের দায়িত্বশীল সক্রিয় কর্মী।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই প্রসঙ্গে বললেন, স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্যই এই প্রতিষ্ঠানটি করা হয়েছে। কিন্তু এটি দীর্ঘদিন ধরে বন্ধ আছে। আমরা চালুর উদ্যোগ নিয়েছি। এটি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন। আমি স্থানীয় আওয়ামী লীগ ও জনপ্রতিনিধিদের আমন্ত্রণে সেখানে যাচ্ছি। স্থানীয় সাংসদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছি। তিনি আমার ফোন রিসিভ করেন নি। আমার ব্যক্তিগত সহকারীকে দিয়ে মিসেস জয়া সেনের ব্যক্তিগত সহকারীকে ফোন দেওয়া হয়েছে। আমি মনে করি, বিষয়টি নিয়ে সমালোচনা না করে সরকারের এই উন্নয়ন কর্মকা-ে সবার সহযোগিতা ও যুক্ত থাকা উচিত।
দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা করোনা আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর মুঠোফোন বন্ধ থাকায় এই ব্যাপারে তাঁর বক্তব্য জানা যায় নি।
তবে তাঁর ব্যক্তিগত সহকারী পিন্টু হাউই জানালেন, পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত সহকারী তাকে প্রোগ্রামের বিষয়টি এমপি মহোদয়কে (জয়া সেনকে) জানানোর জন্য ফোন দিয়েছিলেন। তিনি (পিন্টু) তখন দিরাইয়ে ছিলেন, জয়া সেন রাজধানীর ল্যাব এইডে। ঢাকায় ফিরে জয়া সেনকে এই বিষয়টি জানানোর পর জয়া সেন বলেছেন, আমাকে না জানিয়ে আওয়ামী লীগ ও নৌকার বিরোধী তারেক রহমানের ঘনিষ্টজনদের সঙ্গে কথা বলে মন্ত্রী প্রোগ্রাম দিয়েছেন। উপজেলা কিংবা ইউনিয়ন আওয়ামী লীগকে অবগত না করে দ্বিতীয়বারের মতো হাসপাতালের উদ্বোধন করতে যাচ্ছেন। এই কর্মসূচী আমি সুস্থ্য হলে আমাকে নিয়েই করতে পারেন তিনি।
সৌজন্যে সুনামগঞ্জের খবর
Leave a Reply