1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
২৩ বছরেই ১১ সন্তানের জননী, লক্ষ্য শতাধিক - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
জুলাই-আগাস্ট গণহত্যা মামলা: শেখ হাসিনার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুনামগঞ্জে ছেলে ধরা সন্দেহে বৃদ্ধ আটক জগন্নাথপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আগুন, অত:পর জেলহাজতে জগন্নাথপুরে অটোরিকশা চালক সুজিত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল নামাজ না পড়ার কঠিন শাস্তি রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র অর্থায়নে অসহায় প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ নির্বাচনের ট্রেন যাত্রা করেছে, আর থামবে না: ড.ইউনূস জগন্নাথপুরে সংর্ঘষে বৃদ্ধ নিহত/ অজ্ঞাতসহ ৮২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের শান্তিগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণকে কেন্দ্র করে সংঘর্ষ / আহত ৪০ আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

২৩ বছরেই ১১ সন্তানের জননী, লক্ষ্য শতাধিক

  • Update Time : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জর্জিয়ার নাগরিক ক্রিস্টিনার বয়স মাত্র ২৩ বছর, এই অল্প বয়সেই ১১ সন্তানের মা হয়েছেন তিনি। এখানেই থামছেন না তিনি, সন্তানের সংখ্যা ‘সেঞ্চুরি’ পার করতে চান এ নারী। তার স্বপ্ন একসময় শতাধিক বাচ্চা দৌড়ে বেড়াবে করবে তার ঘরে।

জানা যায়, রুশ বংশোদ্ভূত ক্রিস্টিনা উজটার্ক ও তার স্বামী গালিপ উজটার্ক থাকেন জর্জিয়ায়। সেখানকার একটি বড় হোটেলের মালিক ক্রিস্টিনার স্বামী। এ দম্পতির অর্থের কোনো অভাব নেই। তারা বাচ্চা খুব ভালোবাসেন। দুজনেরই ইচ্ছা, তাদের ঘরজুড়ে বাচ্চারা খেলা করে বেড়াক। সেই শখ পূরণে চেষ্টার কমতি রাখছেন না কেউই।

নিজেদের ১১ সন্তানের অবশ্য সবাইকে গর্ভে ধরেননি ক্রিস্টিনা। জর্জিয়ায় গর্ভ ভাড়া দেওয়া আইনসিদ্ধ। এ দম্পতির ১১ সন্তানের মধ্যে ১০ জনেরই জন্ম হয়েছে ওই পদ্ধতিতে। অর্থাৎ গালিপের শুক্রাণু ব্যবহার করে অন্য কোনো নারীর গর্ভে জন্ম নিয়েছে তাদের সন্তান।

১১ শিশুর মধ্যে শুধু একটি সন্তান জন্ম দিয়েছেন ক্রিস্টিনা। ছয় বছর আগে ভিকা নামে এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি। ক্রিস্টিনার গর্ভে ধারণ করা একমাত্র সন্তান সে।

গর্ভ ভাড়া নেওয়া অবশ্য বেশ খরচসাপেক্ষ। কোটিপতি এ দম্পতির কাছে তা একেবারেই ছোটখাটো বিষয়।

ক্রিস্টিনা জানান, গর্ভ ভাড়া নেওয়ার জন্য তাদের আট হাজার ইউরো (৮ লাখ টাকার বেশি) করে খরচ করতে হয়েছে। অর্থাৎ ১০ সন্তানের জন্য মোট ৮০ হাজার ইউরো (৮২ লাখ টাকারও বেশি) খরচ হয়েছে।

সম্প্রতি ২৩ বছরের এ নারী ইন্টারনেটে তাদের স্বপ্নের কথা তুলে ধরেছেন। এক টুইটে তিনি লিখেছেন, গত মাসে তাদের কনিষ্ঠতম সন্তান অলিভিয়া জন্ম নিয়েছে। ঘরে অন্তত ১০৫টি সন্তান দেখার স্বপ্ন দেখেন এ দম্পতি।

ইত্তেফাক

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com