জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের তাহিরপুরে টাকার বিনিময়ে অযোগ্যদের দিয়ে জাতীয়তাবাদী যুবদলের কমিটি ঘোষণার অভিযোগ পাওয়া গেছে। এই কমিটিকে ‘টাকার কমিটি’ অ্যাখ্যা দিয়ে পদত্যাগ করছে নেতাকর্মীরা।
জানা গেছে, গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তাহিরপুর উপজেলা যুবদলের কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। কমিটিতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি আনিসুল হকের আপন ভাই এনামুল হক এনামকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবু সায়েমকে। তারা দুজন কখনো ছাত্রদল বা যুবদলের নেতৃত্বে ছিলেন না বলে দাবি কর্মীদের।
তাহিরপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতীয়তাবাদী শক্তির বাইরে যাইনি। কমিটিতে আমাকে অপমানজনক স্থানে রাখা হয়েছে। কমিটিতে স্থান হয়নি তাহিরপুর উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সহসভাপতি ও রাজপথের সক্রিয় নেতা আবুল হোসেনেরও। এই অথর্ব ও বাণিজ্যিক কমিটি থেকে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
বিশ্বম্ভরপুর দিগেন্দ্র বর্মণ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও তাহিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, আমরা আগেই অনুমান করেছিলাম টাকায় কমিটি বিক্রি হবে। তাই আমরা লিখিত অভিযোগ করেছিলাম। তিনি বলেন, আমার ২২ বছরের রাজনৈতিক জীবনের কাছে এই কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এক বছরের কর্মসূচিও দেখাতে পারবে না।
Leave a Reply