নবীগঞ্জ সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে সাবেক শ্বশুর বাড়ির লোকজনের দায়ের কোপে জামাতা ফুলকাছ মিয়া গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়,জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ছাইলা গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে ফুলকাছ মিয়া(৩০) গত প্রায় ৫বছর পূর্বে বিয়ে করেন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাজারছড়া নামক গ্রামের ফারুক মিয়ার মেয়ে হামিদা বেগম(২২)কে। বিয়ের পর থেকেই স্বামী,স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল। বিগত দু’বছর পূর্বে হামিদা বেগম স্বামীকে তালাক প্রদান করেন। বর্তমানে তাদের দেড় বছরের হাবিবা বেগম নামে এক কন্যা সন্তান রয়েছে। স্ত্রী হাবিবা বেগম ও তার পরিবারের লোকজন জানান,গতকাল শনিবার তার স্বামীসহ ৪/৫জন লোক তাকে জোরপূর্বক উঠিয়ে নিতে তাদের বাড়িতে আসে। এ সময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আহত ফুলকাছ মিয়া জানান,স্ত্রী আমাকে তালাক দিলেও আমি দেইনি। আমাকে আমার মেয়ে দেখতে ফোন করে আনা হয়েছে। অন্ধকারের মধ্যে দা দিয়ে আমাকে আঘাত করা হয়েছে।
Leave a Reply