স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরের জয়নগর গ্রামে জলমহাল দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম মিজানুর রহমান (১৮)। সে ওই গ্রামের কাজল মিয়ার পুত্র। মিজানুর রহমান গুরুত্বর আহত অবস্থায় সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকায় অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মারা যান। সংঘর্ষের দিন নজরুল ইসলাম নামে আরো একজন নিহত হন।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের জলিল মিয়া ও আব্দুল ওয়াহিদ মিয়ার লোকজনের মধ্যে একটি জলমহাল কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যার জের ধরে বুধবার বিকেলে আব্দুল ওয়াহিদের পক্ষের লোকজন জলমহাল দখল করতে গেলে গ্রামবাসীর পক্ষে জলিল মিয়ার লোকজন এতে বাধা প্রদান করলে উভয় পক্ষেল লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই দিন আবদুল জলিল মিয়ার পক্ষের নজরুল ইসলাম নিহত হন। আহত হন উভয় পক্ষের অর্ধশতাধিক। শুক্রবার জলিল মিয়া পক্ষের আরো একজন চিকিৎাসধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খান মোঃ মাইনুল জাকির জানান, সংঘর্ষের ঘটনায় আরো একজন মারা গেছেন। পুলিশ এ ৮ জনকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।
Leave a Reply