জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: এ মাসের মাঝামাঝি ঢাকায় অনুষ্ঠেয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২তম আন্তর্জাতিক এইডস (আইক্যাপ-১২) সম্মেলন স্থগিত করা হয়েছে।
শুক্রবার আইক্যাপ-১২ এর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, ঢাকায় আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সম্মেলনটি স্থগিত করা হয়েছে।
এতে জানানো হয়, অনিবার্য কারণে সম্মেলনের নির্বাহী কমিটি এই সম্মেলন স্থগিত করেছে।
ওয়েবসাইটে কোনো কারণ উল্লেখ না করেই বলা হয়, সম্মেলনের পরবর্তী তারিখ পরে জানানো হবে।
চার দিনব্যাপী আইক্যাপ সম্মেলন এ বছর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করার কথা ছিল। সম্মেলনে ২৬টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা উপস্থিত থাকার কথা।
প্রতি দুই বছর পর পর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশে এ সম্মেলনটি আয়োজন করা হয়।
ঢাকায় সম্মেলন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আয়োজন সফল করার লক্ষ্যে তিনটি কমিটি করা হয়েছে। এছাড়াও ৪০টি বিজ্ঞান সেশনে ২৪০ জন বিজ্ঞানীর তাদের পেপার উপস্থাপন করার কথা রয়েছে।
Leave a Reply