জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক: নারায়ণগঞ্জের ৭ খুন মামলার অাসামী নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত। ভারতের পেট্রাপোল সীমান্ত থেকে তাকে বাংলাদেশের বেনাপোল সীমান্তে রাত সারে ১১টায় বিজিবির মেজর জেনারেল লিয়াকত এর কাছে তাকে হস্তান্তর করেছে বিএসএফ।
পরে বিজিবি নারায়ণগঞ্জ পুলিশের একটি বিশেষ প্রতিনিধি দলের কাছে নূর হোসেনকে হস্তান্তর করেছে। এর আগে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নূর হোসেনকে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে গোয়েন্দা কর্তাদের কাছে তুলে দেন। তারপরে তাকে পেট্রাপোল সীমান্তে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে আদালতের নির্দেশ থাকলেও চূড়ান্ত গোপনীয়তা অবলম্বন করে তাকে হস্তান্তর করা হল। নিয়ম অনুযায়ী জেল থেকে প্রথমে পুলিশ, তারপরে বিএসএফ বন্দীর দায়িত্ব নেয় এবং বিজিবি-র সঙ্গে সমন্বয় সাধন করে হস্তান্তর করে।
কিন্তু এক্ষেত্রে পুলিশ বা বিএসএফের কর্তাদের কাছেও কোনও খবর ছিল না। বিকেল থেকে সকলেই অস্বীকার করেন যে নূর হোসেনকে ছেড়ে দেওয়া হতে চলেছে।
জেল কর্তৃপক্ষের সর্বোচ্চ অফিসারেরা ছাড়া আর কেউ জানতেই পারেন নি এই অতি গোপন অপারেশন।
দুই দেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে এই প্রথম কোনও বিচারাধীন বাংলাদেশি নাগরিককে ভারত থেকে ফেরত পাঠানো হলো। নূর হোসেন ও তার দুই সঙ্গী গতবছর ১৪ই জুন কলকাতা বিমানবন্দরের কাছে কৈখালি থেকে গ্রেপ্তার হয়েছিলেন।
তারপর থেকে তিনি দমদম কেন্দ্রীয় কারাগারেই বন্দী ছিলেন।
Leave a Reply