স্টাফ রির্পোটার ঃ- জগন্নাথপুরের জয়নগর গ্রামে সংঘঠিত সংঘর্ষের ঘটনায় পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে আট জনকে আটক করেছে। আটককৃতরা হলেন আবদুল হান্নান, জাবেদ মিয়া, রাফিক উদ্দিন, আলতাব উদ্দিন, তমিছ উদ্দিন, তাজুল ইসলাম, সাইমুদ্দিন, আরিফ উদ্দিন। আটককৃতদেরকে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খান মোঃ মাইনুল জাকির জানান, সংঘর্ষের ঘটনায় ৮ জনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, বুধবার বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের জলিল মিয়া ও আব্দুল ওয়াহিদ মিয়ার লোকজনের মধ্যে জলমহাল দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় ১জন নিহত ও অর্ধশতাধিক ব্যাক্তি আহত হন।
Leave a Reply