স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা টেকনিশিয়ান ও সাউন্ড মাইক দোকান মালিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি হারুন মিয়ার সভাপতিত্বে ও সদস্য টিটু ধরের পরিচালনায় মঙ্গলবার বিকেলে পৌর শহরের আব্দুল মতিন মার্কেট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তা দিলোয়ার হোসেন, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সফিকুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব।
শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিবুর রহমান,অন্যানের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি আবুল কাশেম, দবির মিয়া কোষাধ্যক্ষ ছুরক মিয়া,সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া প্রমুখ
সভায় টেকনিশিয়ান সমবায় সমিতির নেতৃবৃন্দ করোনাকালে টেকনিশিয়ান ও সাউন্ড মাইক দোকান মালিক কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে উল্লেখ করে সরকারের সুদৃষ্টি কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে জনগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের শাসনামলে কোন শ্রেণি পেশার মানুষ বঞ্চিত থাকবে না। আমরা টেকনিশিয়ান ও সাউন্ড মাইক দোকান মালিক শ্রমিকদের বিষয়ে কথা বলব।
Leave a Reply