জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক: মরমী সাধক কবি রাধারমণ দত্তের মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী স্মরণ উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সুনামগঞ্জের ভাটির জনপদের মরমী সাধক রাধারমণ দত্ত আমাদের লোকসংস্কৃতির ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। একইভাবে সুনামগঞ্জের মরমী সাধক হাছন রাজা ও আব্দুল করিম স্বমহিমায় লোক সংষ্কৃতির ভান্ডারে রেখেছেন গুরুত্বপূর্ন অবদান। আমরা এইসব গুনী ব্যক্তিদের শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাঁদের স্মৃতির ধরে রাখতে আমরা যা যা করা দরকার তা করব। তিনি রাধারমণ দত্ত, হাছন রাজা ও আব্দুল করিমের নামে স্মৃতিসৌধ করার কথা তুলে ধরেন। তিনি রোববার বিকেলে জগন্নাথপুর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত রাধারমণ দত্ত স্মরন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও স্থানীয় সরকার সুনামগঞ্জের পরিচালক দেবজিৎ সিংহের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেন,বর্তমান সরকার গুনীদের যথাযথ মর্যাদা দিতে বদ্ধপরিকর। এসরকার পর্যায়ক্রমে রাজনীতি,সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুনীদের স্মরণে কাজ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাহানা রব্বানী,তথ্য সচিব মর্তুজা আহমদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন,জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ,রাধারমণ দত্তের প্রপৌত্র নিশীত রঞ্জন দত্ত, মুক্তা,ড.বিশ্বজিৎ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতম সালেহ,রাজনীতিবীদ রেজাউল করিম রিজু শিক্ষক মোশরাফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে প্রকাশিত রাধারমণ স্মারকগ্রস্থ ও বিপ্রদাসের লেখা রাধারমণ দত্ত গ্রস্থ ও কবি দীনুল ইসলাম বাবুলের রাধারমণ স্বদেশ গ্রস্থের মোড়ক উন্মোচন করা হয়। এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রাধারমণ দত্তের গান পরিবেশিত হয়। এতে জাতীয় ও স্থানীয়শিল্পীবৃন্দ অংশ নেন।
Leave a Reply