1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রাধারমণ দত্তের স্মৃতিকুঞ্জ লোক সংষ্কৃতির দীনতা ! - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
মাইনাস টু ফর্মুলার আশা কখনও পূরণ হবে না: আমীর খসরু ফিলিস্তিনিদের রক্তপিপাসু সেই হলিউড অভিনেতার বাড়ি দাবানলে পুড়ে ছাই জগন্নাথপুরে সুরভী কানন সাংস্কৃতিক ফোরামের প্রধান পরিচালককে সংবর্ধনা প্রদান দান-সদকায় এগিয়ে আসা একটি গুণ জগন্নাথপুরে খেলাফত মজলিসের মতবিনিময়সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান/ দুই দোকানিকে অর্থদণ্ড আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ: উপদেষ্টা মাহফুজ আলম জগন্নাথপুরে জমিয়তের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিডিআর স্বজনদের শাহবাগ ‘ব্লকেড’, যান চলাচল বন্ধ আলাদিনের চেরাগ নেই, যে সুইচ দিলেন আর বাজার ঠিক হয়ে যাবে: বাণিজ্য উপদেষ্টা

রাধারমণ দত্তের স্মৃতিকুঞ্জ লোক সংষ্কৃতির দীনতা !

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ৬৩৪ Time View

অমিত দেব/অালী অাহমদ:: ‘তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে/কিংবা জবা কুসুম সন্ধ্যামালী আনরে তুলিয়া মনোরঙ্গে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া’ রাধারমণ দত্তের কালজয়ী জনপ্রিয় কুঞ্জ সাজানোর গানের সুরে ভূবন যখন মাতোয়ারা তখন রাধারমন দত্তের শেষ স্মৃতিচিহৃ সমাধি কুঞ্জের বেহাল দশা দেখতে আসা দেশ বিদেশের রাধারমণ অনুরাগীদের মর্মাহত করে। শুধু তাই নয় লোক সংস্কৃতির সংরক্ষনে আমাদের দীনতার চিত্রও ফুটে উঠে। দেশের লোক সংষ্কৃতির উজ্জ্বল নক্ষত্র গীতি কবি রাধারমণ দত্তের জন্ম ১৮৩৩ সালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের কেশবপুর গ্রামে। পারিবারিকভাবে প্রচুর ধন সম্পত্তির মালিক রাধারমণ দত্ত জীবনে কখনও এসবের প্রতি খেয়াল দেননি। ঘরবাড়ি ফেলে তিনি নলুয়ার হাওরে আশ্রম স্থাপন করে গান রচনা করতেন। তিনি গান রচনা করতেন আর গাইতেন শুনে শুনে ভক্তরা তা মুখস্থ রাখতেন। জীবদ্দশায় তিনি তিন হাজারেও বেশী গান রচনা করেন। সংরক্ষনের অভাবে এ পর্যন্ত তার সংরক্ষিত গানের সংখ্যা এক হাজার পঞ্চাশ। রাধারমণ অনুরাগীদের বিশ্বাস এখনও খুঁজ করলে রাধারমণ দত্তের অপ্রকাশিত গান বের হবে। ১৯১৫সালে ৮৩ বছরে বয়সে তিনি নিজ গৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মানবতার জয়গানে বিশ্বাসে গীতি এ কবির মৃত্যুর পর হিন্দু-মুসলিম নির্বিশেষে শত শত মানুষের উপস্থিতিতে তাকে প্রথমে দাহ করার চেষ্ঠা করা হলেও পরে বৈষ্ণব মতানুসারে সমাহিত করা হয়। গত ৪০ বছর ধরে রাধারমণ দত্তের গান গেয়ে জীবিকা নির্বাহ করছেন কেশবপুর গ্রামের বাউল শিল্পী ছুরত আলী। জীবন সায়েন্সে এসে তিনি অনেকটা নির্বাক কন্ঠে বলেন, রাধারমণ দত্তের গ্রামে জন্ম নিয়ে আমি নিজেও গর্বিত। তাঁর গান থেকে সঙ্গীতের প্রতি আমার প্রেরণা। যেখানেই যাই রাধারমণ দত্তের গান গেয়ে সুনাম পাই। তিনি জানান, জগন্নাথপুরের প্রতিটি ঘরে রাধারমণ দত্ত চীরঞ্জিব হয়ে আছেন। এমন কোন পরিবার কিংবা ব্যক্তি মিলবেনা যে রাধারমণ দত্তের গানের সাথে পরিচয় নেই। অথচ রাধারমণ দত্তের বাড়িতে নেই বসার জায়গা। রাধারমণ দত্তের ভাব শিয্য ছিলেন আরেক বাউল স¤্রাট একুশে পদকপ্রাপ্ত শাহ আব্দুল করিম এমন কথা জানিয়ে প্রয়াত ও এ বাউল স¤্রাটের এক শিয্য এ প্রতিবেদককে জানান, আমাদের গুরু জীবদ্দশায় বলতেন ‘ছোট নৌকার পাছায় বসে গাইছি কত গান ভাইবে রাধারমণ বলে জোরায় মনপ্রাণ’। রাধারমণ দত্তের গানের অনুপ্রেরনাই নলুয়ার হাওরের পাশ্ববর্তী কালনী নদীর শাহ আব্দুল করিমকে বাউল স¤্রাটে পরিণত করতে অনুপ্রাণিত করেছিল। অনুসন্ধানে জানা গেছে, কেশবপুর গ্রামে রাধা রমণ দত্তের প্রচুর ভূ-সম্পত্তি রয়েছে রাধারমণ দত্ত ও তাঁর পূর্ব পুরুষদের নামে। রাধারমণ দত্তের নিজহস্তে স্বাক্ষরকৃত একটি দলিলের সন্ধান পাওয়া গেছে জগন্নাথপুর গ্রামের বাবুল চন্দ্র দে এর বাড়িতে। তাঁর ছেলে বিজন কুমার দে জানান,রাধারমণ দত্তের স্বাক্ষর সম্বলিত দলিলটি আমরা সংরক্ষন করে রেখেছি। দলিলে তিনি স্বাক্ষী হিসেবে রয়েছেন। রাধারমণ দত্তের স্মৃতি রক্ষার্থে সরকারি কোন উদ্যোগ নেয়া হলে আমরা সেই দলিলটি হস্তান্তর করব। তবে এবিষয়ে রয়েছে ভিন্নমত। অনেকেই রাধারমণ দত্তের ভূসম্পত্তি আত্মসাৎ করতে জাল দলিল সৃজন করে রাধারমণ দত্তের স্বাক্ষর বলে চালিয়ে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও জীবদ্দশায় রাধারমণ দত্ত কেশবপুর গ্রামের বাসিন্দা তার শিষ্য শারদা দত্তের কাছে শ্রী চৈতন্য চরিতামৃত নামের তার নিজের পড়ার দুটি ধর্মীয় গ্রস্থ রেখে যান। শারদা দত্ত মৃত্যুর আগে একই গ্রামের সুধা রানী দেব এর নিকট গ্রস্থগুলো রাখেন। বর্তমানে বাসুদেববাড়ীর বাসিন্দা সুধা রানী দেবের ছেলে সতীশ দেবের নিকট রাধারমণ দত্তের পাঠকৃত গ্রস্থগুলো রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ১৯৯৭সালে কেশবপুর গ্রামের বাসিন্দা তৎকালীন পাটলী ইউনিয়নের চেয়ারম্যান নুর মিয়া ব্যক্তিগত উদ্যোগে কেশবপুর গ্রামে মরমী এ কবির শেষ স্মৃতিচিহৃ সমাধি মন্দিরকে ছোট একটি পাকা মন্দির নির্মাণ করে তা সংরক্ষনের ব্যবস্থা করে দেন। ওই ছোট মন্দিরে একটি কুর্শিতে রাধারমণ দত্তের ছোট ছবি ও তাঁর নিজের ব্যবহৃত কড়ম রয়েছে। ওই সমাধি মন্দিরের একপাশে বাস করা এক হিন্দু পরিবার যুগ যুগ ধরে বংশপরমপরায় মন্দিরের রক্ষনা বেক্ষন করছেন। গ্রামবাসী জানান, প্রতিদিন দেশ বিদেশের বরণ্য ব্যক্তিবর্গ ও প্রশাসনিক কর্মকর্তা জনপ্রতিনিধিরা রাধারমণ দত্তের শেষ কুঞ্জ দেখতে এসে কোন কিছু না দেখে হতাশ হয়ে ফিরেন। সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনের উদ্যোগে গত বছর উপজেলার কলকলিয়া বাজার পয়েন্টে জেলা পরিষদের বাস্তবায়নে রাধারমণ দত্তের নামে ছোট তোরণ নির্মাণ ছাড়া আজ অবধি নেয়া হয়নি কবির স্মৃতি রক্ষার্থে সরকারী বেসরকারী কোন পদক্ষেপ। জেলা পরিষদের পক্ষ থেকে প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন উপজেলা সদরের পুরোনো ডাক বাংলোতে রাধারমণ মিউজিয়াম স্থাপনের ঘোষনা দুই বছর আগে দিলেও তা বাস্তবায়িত হয়নি। ২০০৩ সালে উপজেলা সদরের রাধারমণ একাডেমি নামের একটি সংগঠন প্রথমবারের মতো রাধারমণ উৎসব পালন করে। এসময় একটি রাধারমণ দত্তের প্রতিকৃতি স্থাপনের উদ্যোগ নেয়া হলেও মৌলবাদীচক্রের বাধার কারণে তা স্থাপন করা যায়নি। রাধারমন দত্তের গান অত্র অঞ্চলে সর্বজনীনভাবে স্বীকৃত। মুসলিম বিয়েতেও রাধারমণ দত্তের ধামাইল গান পরিবেশিত হয়। রাধারমণ দত্তের গানে প্রেম বিরহ,বিচ্ছেদ,রাধা কৃষ্ণের বিভিন্ন চরিত্রের রূপকতা রয়েছে। এছাড়াও তাঁর গানে রয়েছে মানবতার জয়গান। ¯্রষ্টাকে কাছে পাওয়ার আকুতি। রাধারমণ দত্তকে নিয়ে চলছে গবেষনা। স্থানীয়ভাবে রাধারমণ দত্তকে নিয়ে অনেক কাহিনী আলোচিত রয়েছে তন্মেধ্যে একটি হলো রাধারমণ দত্ত ছিলেন বৈষ্ণব সাধক। তাঁর মধ্যে অনেক অলৌকিক ক্ষমতা ছিল। রাধারমণ দত্তের ভক্ত জগন্নাথপুরের আরেক মরমি সাধাক শাহ আছিম আলী পীর একদিন রাধারমণ দত্তকে তাঁর বাড়িতে আমন্ত্রন জানান। ভক্তের অনুরোধে তিনি আছিম আলীর বাড়িতে গেলে গো মাংস নিয়ে রাধারমণ দত্তকে খাওয়ার আমন্ত্রন জানান। রাধারমণ কিছুক্ষন চিন্তাকরে বলেন চল আমরা সবাই মিলে খেতে বসি। তারপর দেখা যায় গো মাংস রাখা পাত্রে মাংসের বদলে মিষ্টি ভরপুর। তারপর থেকে আজ অবধি আছিম শাহর মাজারে গরুর মাংস রান্না হয়না। স্থানীয়ভাবে রাধারমণ গবেষক ৩০ বছর ধরে রাধারমণ চর্চ্চা করছেন রাধারমণ স্মৃতি সংঘের সভাপতি আশিষ চন্দ্র দেব বলেন, রাধারমণ দত্ত ধর্মীয় পান্ডিত্যে ও সাধকের পাশাপাশি যে বড় মাপের একজন লোক সংষ্কৃতির মহাপুরুষ ছিলেন তা আজ সর্বজন স্বীকৃত। অথচ এই গুনী সাধকের শেষ সমাধি কুঞ্জ এখনও অবহেলিত। আমরা সরকারি পৃষ্টপোষকতায় তাঁর শেষ স্মৃতিচিহৃকে আধুনিকায়নের মাধ্যমে রাধারমণ চর্চ্চার সুযোগ তৈরী করে দেয়ার আহ্বান জানাই।
রাধারমণ দত্তের সমাধি মন্দিরে সেবায়িত ব্রজেন্দ্র দাস জানান, রাধারমণ দত্তের মৃত্যুর পর থেকে তাঁর শীয্যরা সমাধিমন্দিরে প্রতিদিন বাতি জ্বালিয়ে সমাধিস্থলকে রক্ষনাবেক্ষন করে আসছিল। যার ধারাবাহিকতায় বংশপরমপরায় এ সমাধিস্থলটি রক্ষনাবেক্ষন হয়ে আসছে। তিনি বলেন, যেহেতু রাধারমণ দত্ত একজন বৈষ্ণব সাধক ছিলেন আমি নিজেও বৈষ্ণব হওয়ায় তার আশ্রমে সেবা করে যাচ্ছি।
কেশবপুর গ্রামের বাসিন্দা সুশীল বৈদ্য বলেন, আমি আমার বাবা দাদার কাছ থেকে রাধারমণ দত্ত সর্ম্পকে অনেক কথা শুনেছি। তন্মেধ্যে উল্লেখযোগ্য হল রাধারমণ দত্ত উচ্চ বংশের মানুষ হলেও তিনি জাতিভেদ প্রথাকে ভেঙ্গে সকল সম্প্রদায়ের মানুষের সাথে মিলমিলে চলতেন । যে কারণে সেই সময়ের বংশ মর্যাদা সম্পন্ন তাহার আপন ভাতিজা ডিসি জ্ঞান দারোগা তাকে ভৎসনা করতেন। তিনি হিন্দু সম্প্রদায়ের নি¤œবর্ণ থেকে শুরু করে মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে সুসর্ম্পক বজায় রেখে তাদেরকে নিয়ে গান কীর্ত্তন করতেন। তাই তিনি আমাদের মাঝে চীরঞ্জিব হয়ে আছেন।
রাধারমমণ সমাজকল্যাণ সাংষ্কৃতিক পরিষদের সভাপতি রাজা মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম বলেন, রাধারমণ দত্তের সমাধি মন্দিরে প্রায় প্রতিদিনই ভক্তদের উপস্থিতিতে গান কীর্তন হয়। এছাড়া তাঁর জন্ম মৃত্যু দিবসে থাকে নানা উৎসবের আয়োজন। পুরো এলাকাজুড়ে তাদের জায়গা জমি থাকলেও রাধারমণ একাডেমী না থাকায় ভক্তদের সীমাহীন কষ্ট হয়। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, রাধারমণ একাডেমী স্থাপন করে লোকসংস্কৃতির প্রসারে রাধারণ চর্চ্চার দুয়ার উন্মোচন করতে সংস্কৃতি মন্ত্রলায়নকে উদ্যোগী হতে হবে। তাহলেই লোক সংষ্কৃতি সংরক্ষনে আমাদের দীনতা ঘুচবে। এছাড়াও তিনি রাধারনণ দত্তকে মরণত্তোর স্বাধীনতা কিংবা একুশে পদক দেয়ার দাবি জানান। তিনি বলেন, সংস্কৃতিমন্ত্রনালয়ের পৃষ্টপোষকতা পেলে জগন্নাথপুর ডিগ্রী কলেজ মাঠের পাশে কিংবা রাধারমণ দত্তের সমাধিস্থলে তাঁর মালিকানা জায়গাই রাধারমণ একাডেমী করা সম্ভব।
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেক রফিকুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম বলেন, রাধারমণ দত্তের বেদখল হওয়া জায়গা উদ্ধার করে আমরা রাধারমণ কমপ্লেক্স্র স্থাপনের মাধ্যমে লোক সংষ্কৃতি সংরক্ষনে আমাদের দীনতা ঘুচাতে চাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com