দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামে পাওনা টাকা আদায়ে নির্যাতনকারী শাহনুর মিয়া(৩৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আটক শাহনুর মিয়া মুক্তাখাই গ্রামের মনোয়ার আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোর রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেনের নির্দেশনায় ও মামলার তদন্তকারী অফিসার মোহাম্মদ জায়নাল আবেদীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় জামালগঞ্জ থানাধীন লাল বাজার এলাকা থেকে শাহনুর মিয়াকে আটক করেন।
মামলার তদন্তকারী অফিসার মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার(ওসি) কাজী মোক্তাদির হোসেন ও সুনামগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আসামীকে তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে মামলার পরপরই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মামলার তদন্ত অব্যাহত আছে।’
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখিত ৬ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় আটক শাহনুর মিয়া এক লক্ষ টাকা পাওনা আদায়ে একই গ্রামের বাসিন্দা এবং মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী তোফায়েল আহমদকে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের সাথে বেঁধে নির্যাতন করেন।
এ ঘটনায় মুক্তখাই গ্রামের বাসিন্দা ও মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী তোফায়েল আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেন। তোফায়েল আহমদ মুক্তাখাই গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
Leave a Reply