1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সিলেট বিভাগে প্রথম ট্রমা সেন্টার স্থাপিত হচ্ছে ছাতকে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

সিলেট বিভাগে প্রথম ট্রমা সেন্টার স্থাপিত হচ্ছে ছাতকে

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৩৯০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ছাতকের কৈতক হাসপাতালে ট্রমা সেন্টার নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, সিলেট অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হয়েছে কৈতক ট্রমা সেন্টার। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সিলেটবাসীকে আন্তরিকভাবে ভালোবাসেন বলেই দেশের ৯ম এবং সিলেট বিভাগে প্রথম কোন ট্রমা সেন্টার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কৈতক হাসপাতালে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কৈতক ট্রমা সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।

প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ট্রমা সেন্টারে অত্র অঞ্চলের দূর্ঘটনা কবলিত আহত মানুষ সহজ স্বাস্থ্য সেবা গ্রহন করতে পারবে। ছাতক-দোয়ারায় হাজার-হাজার কোটি টাকার উন্নয়নের মধ্যে ট্রমা সেন্টার একটি উন্নয়নের মাইল ফলক হিসেবে এ অঞ্চলের মানুষের মধ্যে বেঁচে থাকবে। এ ছাড়া দেখার হাওর পাড়ে নির্মিত হতে যাচ্ছে সিলেট বিভাগের ২য় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশের সার্বিক উন্নয়নসহ ছাতক-দোয়ারায় উন্নয়নের মহাযজ্ঞ চলছে জানিয়ে এমপি মানিক বলেন, এক সময় ছাতক-দোয়ারার মানুষ শুকনো মৌসুমে পায়ে হেঁটে এবং বর্ষায় নৌকায় যাতায়াত করতো। বর্তমানে আওয়ামীলীগ সরকারের বদৌলতে প্রতিটি ইউনিয়নে রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ড প্রতিষ্ঠা করে যোগাযোগের একটি সহজ নেটওয়ার্ক তৈরী করা হয়েছে। স্কুল-কলেজ আধুনিকায়নের পাশাপাশি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা গুলোকে উন্নয়নের আওতায় এনে নির্মিত হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ভবন। তিনি বলেন, শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার মানেই উন্নয়নের মহাযজ্ঞ।

সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন আশরাফুল হকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল খয়রাত মোহাম্মদ বদরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শফিকুর রহমান, ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, আব্দুল মছব্বির, বিল্লাল আহমদ, মুরাদ হোসেন, কাজী আনোয়ার মিয়া আনু, উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, কৈতক হাসপাতালের ইনচার্জ ডাঃ মোজাহারুল ইসলাম। সভার শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন আওয়ামীলীগ নেতা আব্দুল খালিক ও গীতা পাঠ করেন প্রমি দস্তিদার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com