জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: আগামী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র ভাবে প্রার্থী হতে হলে মেয়র প্রার্থীর জন্য ৪০০ ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর জন্য ৫০ জনের সমর্থন লাগবে।
এছাড়া প্রতি পৌরসভায় দলের ব্যয় সীমা ১ লাখ টাকা নির্ধারণ করে খসড়া বিধিমালা প্রণয়ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির যুগ্ম-সচিব জেসমিন টুলী জানান, প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার এ সংক্রান্ত খসড়া অনুমোদনের পর ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।
তিনি জানান, এই বিধিমালা কার্যকর হলে পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে হলে মেয়র পদে ৪০০ এবং কাউন্সিলর পদে ৫০ জন ভোটারের সমর্থনযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে।
জেসমিন টুলী বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন পেলে নির্বাচন বিধিমালা, আচরণ বিধিমালা ও সমর্থন যাচাই বিধিমালা প্রজ্ঞাপন আকারে জারি করবে ইসি। এই প্রথমবারের মতো স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে দলীয় মনোনয়নের ভিত্তিতে। সে অনুযায়ী দলীয় প্রার্থী মনোনয়ন, দলীয় ব্যয়, স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নসহ বেশ কিছু বিষয়ে সংশোধনী আনা হচ্ছে এই বিধিমালায়।
তিনি জানান, প্রার্থীদের নির্বাচনী ব্যয় বিদ্যমান বিধিমালায় ঠিক করে দেয়া আছে। এবার দলভিত্তিক ভোট হবে বলে দলীয় নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারণ করে দেয়া হচ্ছে।
কোনো নিবন্ধিত দল পৌর নির্বাচনে মেয়র বা কাউন্সিলর পদে প্রার্থী দিলে সব মিলিয়ে প্রতি পৌরসভায় এক লাখ টাকার বেশি ব্যয় করতে পারবে না। কোনো দল ভোটের খরচ মেটাতে অনুদান নিলে ২০ হাজার টাকার বেশি চেক নিতে পারবে না। দলের ক্ষেত্রে এসব বিধি লঙ্ঘন হলে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানারও বিধান রাখা হয়েছে।
সব ঠিক থাকলে আসছে ডিসেম্বরে জগন্নাথপুরসহ দেশের তিন শতাধিক পৌরসভার মধ্যে আড়াইশ পৌর এলাকায় ভোট আয়োজন করবে ইসি।
Leave a Reply