বিশেষ প্রতিনিধি::সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে জাতীয় পার্টির এমপি পীর মিছবাহ উন্নয়ন বিরোধী ষড়যন্ত্রের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।শুক্রবার (১৩ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় ঢাকায়। ঢাকার ধানমন্ডিতে হোটেল জিংজিয়ানে এ সভায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। সভায় অংশগ্রহন করার জন্য গতকাল থেকে নেতৃবৃন্দ সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। সভায় শেখ হাসিনার উপহার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে জাতীয় পার্টির এমপি পীর ফজলুর রহমান মিছবাহ কর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার অবহেলিত সুনামগঞ্জের উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহন করলেও বিশ্ববিদ্যালয় নিয়ে পীর ফজলুর রহমান মিছবাহ এমপির ভূমিকায় উন্নয়ন নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সরকার দলীয় নেতৃবৃন্দের সাথে কোন পরামর্শ না করেই উনি উন্নয়ন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি মহোদয়ের সাথে আলোচনা করেই সব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে মর্মেই সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় শান্তিগঞ্জ অথবা আহসানমারা সেতুর কাছে স্হান নির্ধারণের বিষয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল করিম ইমনের পরিচালনায় এতে বক্তব্য দেন সুনামগঞ্জ -৫ আসনের সাংসদ মুজিবুর রহমান মানিক, সুনামগঞ্জ -১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন,সংরক্ষিত নারী সদস্য শামীমা শাহরিয়া,জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
Leave a Reply