স্টাফ রিপোর্টার::: হরতালের কারণে মঙ্গলবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বিকাল ২টায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মঙ্গলবার সারাদেশে গণজাগরণ মঞ্চের ডাকা আধাবেলা হরতালের কারণে পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।
জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ টুটুলসহ তিনজন হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবিতে রোববার সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয় গণজাগরণ মঞ্চ।
এ সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে না পারলে মঙ্গলবার আধাবেলা হরতালের ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। এদিকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এ সিদ্ধান্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জানিয়ে দেয়া হয়েছে।
Leave a Reply