1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সাহসী সাংবাদিকতারই জয় হবে-আজহারুল হক ভূঁইয়া শিশু - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

সাহসী সাংবাদিকতারই জয় হবে-আজহারুল হক ভূঁইয়া শিশু

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৫৪৭ Time View

সাহসী সাংবাদিকতারই জয় হবে

সম্প্রতি আমার প্রিয় জন্মস্থান জগন্নাথপুরের সংবাদ জগতে যারা কাজ করেন তাদের মধ্যে অস্থিরতা কাজ করছে। নামে বেনামে অনলাইন টিভি আর কথিত নিউজ পোর্টালের ভিড়ে কে আসল আর কে নকল বুজা বড়ই মুসকিল।
সাংবাদিকতা এমন একটি পেশা যা গণতন্ত্রকে মজবুত করে, সমাজকে শক্তিশালী করে। মত প্রকাশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, নারী স্বাধীনতা, দুর্নীতিবিরোধী অবস্থান এবং ব্যক্তি-গোষ্ঠী-রাজনৈতিক স্বার্থ উপেক্ষা করেই সংবাদকর্মীরা কাজ করেন। এর কোনটির চর্চা নেই এখানে। তবুও বেশ কয়েকজন সিনিয়র খুবই কষ্ট করে পেশাদারিত্ব বজায় রাখছেন। তাদের প্রতি শ্রদ্ধা আছে থাকবে।
বেশ কয়েকদিন ধরে ফেসবুকের কল্যাণে দেখছি একজন আরেকজনকে ‌‘হিজরা চক্র’ বলছে। কেউবা ‘কথিত সাংবাদিক’ কেউ কেউ ‘চাদাঁবাজা’। কত সহজেই একজন আরেকজনকে আখ্যা দিয়ে যাচ্ছেন। কষ্ট হয় এসব দেখে।
আমিও অল্প কিছুদিন জগন্নাথপুরে সাংবাদিকতা করেছি। রুটি রোজগারের তাগিদে দেশ ছেড়ে প্রবাসে রয়েছি। যখন দেখি আমার জন্মস্থানের সাংবাদিকরা সমাজের অবহেলিতদের জন্য কাজ না করে নিজেদের জন্য কাজ করছেন তখন স্বাভাবিকভাবেই এই লজ্জার তাপ ও দায় আমার উপরেই বর্তায়। তবে বরাবরই আমি আশাবাদি মানুষ।
সবশেষে বলতে চাই তবে সত্য প্রকাশে অবিচল থাকলে শেষ বিচারে সাহসী সাংবাদিকতারই জয় হবে।
লেখক – আজহারুল হক শিশু প্রবাসী নিজস্ব প্রতিবেদক জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com