1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
পৌরসভা নির্বাচন জগন্নাথপুর প্রচারনা লন্ডনে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন

পৌরসভা নির্বাচন জগন্নাথপুর প্রচারনা লন্ডনে

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ১১০৭ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে : প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ব্যাপক আলোচনা। নির্বাচনী এলাকার গন্ডি ছাড়িয়ে এ আলোচনা এখন সূদুর লন্ডনে। এবার পৌর নির্বাচনে অংশ গ্রহণকারীরা অধিকাংশ যুক্তরাজ্য প্রবাসী হওয়ায় যুক্তরাজ্যেই ভাগ্যে নির্ধারণ হতে যাচ্ছে আগামী পৌর মেয়রের। আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে যুক্তরাজ্যে জোর লবিং শুরু করেছেন। এছাড়াও প্রবাসী প্রার্থীরা জগন্নাথপুর পৌর শহরের থাকা আত্বীয় স্বজনদের সমর্থন পেতে লন্ডনে করছেন সভা প্রচার প্রচারনা। কেউ কেউ বাসায় বাসায় গিয়ে দাওয়াত খেয়ে নিজেদের পক্ষে জনমত আদায়ের চেষ্ঠায় লিপ্ত রয়েছেন। প্রবাসী অধ্যুষিত এ উপজেলার সবকটি নির্বাচনে প্রবাসীদের উল্লেখযোগ্য ভূমিকা থাকে। তাই আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনী হাওয়া এখন সুদূর লন্ডনে বইছে। প্রতিদিন লন্ডনের বিভিন্ন শহরে জগন্নাথপুরের প্রবাসীরা পৌর নির্বাচন নিয়ে আলোচনায় মেতে উঠছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এবার পৌর নির্বাচনে অংশ নিতে আওয়ামীলীগ ঘরনার প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা সবাই যুক্তরাজ্য প্রবাসী। সেখানে তাদের পক্ষে চলছে প্রচার প্রচারনা। প্রার্থীরা হলেন, সাবেক পৌর মেয়র যুক্তরাজ্য প্রবাসী আব্দুর মনাফ,পৌরসভার প্রথম পৌর চেয়ারম্যান প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়া পুত্র সাবেক পৌর চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশীদ, যুক্তরাজ্য প্রবাসী সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আব্দুল হান্নান, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী শাহ নুরুল করিম। আওয়ামীলীগ সমর্থিত এসব প্রার্থীদের মধ্যে সাবেক পৌর মেয়র আব্দুল মনাফ বিগত পৌর নির্বাচনে পরাজিত হয়ে যুক্তরাজ্য চলে গেলেও গত তিন বছর ধরে তিনি মাঠে রয়েছেন। তার ছেলে মেয়েসহ আত্বীয় স্বজনরা যুক্তরাজ্যে অবস্থান করে তার পক্ষে প্রচারনা চালাচ্ছে। অপরদিকে সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ অতি সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে এসে নির্বাচণে অংশ নিতে প্রচারনা চালিয়ে আবার যুক্তরাজ্য চলে আসেন। দেশে থাকাকালীন সময়ে তিনি আওয়ামীলীগের বিভিন্ন সভা সমাবেশে যোগ দিয়েছিলেন। এই মুহুর্তে তিনি যুক্তরাজ্যে এসে সেখানে আত্বীয় স্বজন শুভাকাঙ্খীদের সাথে যোগাযোগ করে নিজের পক্ষে জনসমর্থন বাড়াতে চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন এবং করছেন ঘরোয়া সভা। তফসিল ঘোষনার আগেই তিনি দেশে ফিরবেন বলে তার স্বজনরা জানিয়েছেন। আরেক যুক্তরাজ্য প্রবাসী শাহ নুরুল করিম দেশে অবস্থান করে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান ও আব্দুল হান্নান দুজনই গত পৌর নির্বাচণে অংশ নিয়েছিলেন। এবারও নির্বাচনে অংশ নিতে যুক্তরাজ্য থেকে দেশে এসে প্রচারনা শুরু করে দিয়েছেন লুৎফুর রহমান। তিনি আওয়ামীলীগের বিভিন্ন কমীসভায় যোগ দিয়ে দলের পক্ষে কাজ শুরু করার পাশাপাশি জোরেশোরে প্রতিটি ওয়ার্ডে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। অপর যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান দেশে না এলেও গত ঈদ ও শারদীয় দুর্গোৎসবে তার শুভেচ্ছা বার্তা পৌর এলাকায় শোভা পায়। খুব শ্রীঘ্রই তিনিও দেশে আসবেন বলে জানা গেছে। তিনি লণ্ডনে বসে প্রতিদিন নিজের পক্ষে কাজ করছেন। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রাজু মিয়া সম্প্রতি দেশে এসে নির্বাচনী প্রচারনা নেমে পড়েছেন। অপর প্রার্থীরা আবিবুল বারী আয়হান ও ছাত্রদল নেতা আলফুজ্জামান বকুল প্রবাসী না হলেও প্রবাসে অবস্থানরত স্বজনদের মাধ্যমে প্রবাসীদের সমর্থন আদায়ের পাশাপাশি মাঠে কাজ শুরু করেছেন। এছাড়াও দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুক্তরাজ্য বিএনপির নেতাদের কাছেও প্রার্থীরা ধর্না দিচ্ছেন। কারণ যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর বাড়ি জগন্নাথপুরে হওয়ায় পৌর নির্বাচনে দলীয় প্রার্থীতা ঘোষনায় তাদেরও ভূমিকা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এ প্রসঙ্গে যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুর পৌরসভা নির্বাচন নিয়ে যুক্তরাজ্যে বসবাসকারী জগন্নাথপুরবাসীর মধ্যে আলাপ আলোচনা চলছে। কে হবেন দলীয় প্রার্থী এনিয়েও চলছে রাজনৈতিক বিশ্লেষন । তিনি জানান, প্রার্থীরা সবাই যুক্তরাজ্য প্রবাসী হওয়ায় প্রবাসে তারা নিজেদের পক্ষে জনসমর্থন আদায়ে কাজ করছেন। তিনি নিজেও পৌর নির্বাচনের সময় দেশে এসে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে জানান। যুক্তরাজ্যে বসবাসকারী জগন্নাথপুর পৌর এলাকার সন্তান লন্ডন টায়ার হেমলেটের স্পিকার আব্দুল মুকিত চুনু (এম.বি.ই) জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন আমরা প্রবাসীদের চাওয়া পাওয়ার কিছু নেই আমাদের আশা থাকে আমাদের পরিবার পরিজন যেন ভাল থাকেন এলাকায় যেন উন্নত হয় রাস্তা-ঘাট যেন বিদেশের মত হুক বা নাই হুক অন্তত ভাল যেন হয়, এলাকার ছেলে-মেয়েরা যেন সঠিক শিক্ষায় শিক্ষিত হয়। আমি লক্ষ করছি আমাদের পৌর নির্বাচনে মোটা-মোটি সকল প্রার্থিই যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্যে অবস্থান করায় উনারা এই দেশরে সার্বিক অনেক বিষয়ে অবগত রয়েছেন কিংবা শিখেছেন, আমার বিশ্বাস তা উনারা যে-কেউ নির্বাচিন হুন না কেন এই অভিজ্ঞতা কাজে লাগাবেন। জগন্নাথপুরের সন্তান লন্ডনের বাংলা মিরর পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আব্দুল করিম গণি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী পৌর নির্বাচনকে সামনে রেখে লন্ডনে বিভিন্ন প্রার্থীর সমর্থনে সভা ও প্রচারনা জোরেশোরে চলছে বলে শোনা যাচ্ছে। প্রায় সব প্রার্থীর পক্ষে প্রবাসীদেরকে মাঠে নামাতে প্রার্থীরা কাজ করছেন। তিনি জানান, যুক্তরাজ্যের প্রবাসী বাঙ্গালী অধ্যুষিত শহরে প্রার্থীদের পক্ষে রয়েছে আলোচনা। কারণ এবার পৌর নির্বাচনে প্রধান প্রাথীরা প্রবাসী হওয়ায় প্রবাসেই বেশী আলোচনা রয়েছে। এছাড়া প্রবাসীদের দৃষ্টিও প্রত্যাশা অন্যসময়ের চেয়ে বেশী। পৌর নির্বাচন প্রসেঙ্গে জগন্নাথপুরের সাবেক অনেক ছাত্র নেতাদের সাথে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে কথা বলে জানা গেছে এবারের পৌর নির্বাচন যদিও দলীয় প্রতিকে হচ্ছে কিন্তু সবার চাওয়াটা একটু বেশী কারন এবার মোটামোটি সকল প্রার্থীই প্রবাসী, সবার আশা উনাদের প্রবাসের অভিজ্ঞতা কাজে লাগাবেন। যাদের সাথে কথা হয়েছে তারা হলেন সাবেক জগন্নাথপুর উজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল ইসলাম রাজন,সাবেক যুবলীগ নেতা ইমরুল হক হিরক, সাবেক ছাত্রদল নেতা যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল হুসেন, সাবেক উপজেলা যুবলীগ যুগ্ম-সম্পাদক আনছার মিয়া জনি, জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্টি ব্যবসায়ী এম. এ. কাদির এবং ভবানীপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আলমগীর অন্যতম। তাঁরা জানান, প্রবাসীরা যেহেতু পরিবারের অর্থনীতির চালিকাশক্তি তাই সবকটি নির্বাচনে তাদের ভূমিকা থাকে। পৌর নির্বাচনে প্রবাসীরাতো নিজেরাই প্রার্থী হওয়ায় লন্ডনে ও জগন্নাথপুরে একযোগে চলছে নির্বাচনী প্রচারনা। মনে হচ্ছে লন্ডনেই ফয়সালা হবে কে হবেন জগন্নাথপুরের মেয়র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com