1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
১৯ বছর পর অচিরেই আসছে ছাত্রদলের কমিটি, পদপদবি থেকে চলছে জোর লবিং - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
১১ দিনে রেমিট্যান্স এলো ৭৩ কোটি ৬৬ লাখ ডলার জগন্নাথপুরে আদর্শ মহিলা কলেজের নতুন বছরের ক্যালেন্ডার উম্মোচন জগন্নাথপুরে কাজের কথা বলে আশ্রয়, অত:পর স্বর্নালঙ্কারসহ ৩০ লাখ টাকার মালামাল নিয়ে চস্পট জগন্নাথপুরে জয় বাংলা লেখার প্রতিবাদে মানববন্ধন মৌলভীবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : থানায় স্বামীর আত্মসমর্পণ শান্তিগঞ্জে হাওরে পড়েছিল যুবকের নাক-কান কাটা মরদেহ টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দেশে ফেরত পাঠানো উচিত: প্রধান উপদেষ্টা সম্পদ কাউকে অমর করে না ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান-ফখরুল-খসরু তিন সেতুর তিন রূপ / দুর্ভোগের যেন শেষ নেই জগন্নাথপুরবাসীর

১৯ বছর পর অচিরেই আসছে ছাত্রদলের কমিটি, পদপদবি থেকে চলছে জোর লবিং

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৭০৭ Time View

বিশেষ প্রতিনিধি::
দীর্ঘ ১৯ বছর পর সুনামগঞ্জের জগন্নাথপুরে ছাত্রদলের কমিটি গঠনকে ঘিরে তোরজোর শুরু হয়েছে। কমিটিতে দায়িত্বশীল পদে স্থান পেতে জোর লবিং চলছে।

জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ৫ সেপ্টেম্বর স্থানীয় হাসপাতাল পয়েন্ট এলাকায় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিনিধি দলের একটি টিম সভা করেছেন।  শুনা যাচ্ছে যে কোন মুর্হুতেই কমিটি ঘোষনা হতে পারে। সেলক্ষ্যে পদপদবি পেতে মরিয়া হয়ে উঠেছেন নেতাকর্মীরা।

দলীয় নেতাকর্মীরা জানান, ২০০১ সালে সম্মেলনের মাধ্যমে রাজু আহমদকে সভাপতি ও কবির আহমদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। ২০০৫ সালের দিকে ছাত্রদল সভাপতি রাজ আহমদ স্থায়ীভাবে বসবাসের জন্য চলে যান যুক্তরাজ্যে। এরপর দলের সাধারণ সম্পাদক কবির আহমদ উপজেলা বিএনপির কমিটিতে স্থান পেয়ে বিএনপির রাজনীতিতে ছড়িয়ে পড়েন। বর্তমানে তিনি উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। ওই কমিটির ছাত্রদলের সবাই বর্তমানে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে সস্পৃক্ত রয়েছেন। এরমধ্যে অনেক নেতাকর্মী যুক্তরাজ্য, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন।
এদিকে পৌরসভা, কলেজ ও উপজেলার সব ’কটি ইউনিয়ন ছাত্রদলের কমিটিও অনেক বছর ধরে নেই। সম্প্রতিকালে ছাত্রদলের কমিটিকে ঘিরে বিএনপির দুই বলয়ের নেতাকর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার এবং সাধারণ সম্পাদক কবির আহমদ বলয়ের ছাত্রদলের সভাপতি পদে তাদের যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন, মামুনুর রশিদ, জুনাইদ আহমদ, জাবির আহমদ, সাধারণ সম্পাদক পদে জয়নুল আহমদ, ইমানুল হক নাম মাঠে রয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য বিএনপি সহসভাপতি আব্দুস সাত্তারের বলয়ের ছাত্রদলের সভাপতি পদে সভাপতি আল আমিন, সাইফুল ইসলাম জাবেদ, জাহিরুল  ইসলাম রুবেল এবং সাধারণ সম্পাদক পদে জাবির আহমদ চৌধুরী. সাইফুল ইসলাম খান, জুবেদ হোসাইনের নাম ওঠে আসছে।

আবু হোরায়রা ছাদ ও কবির আহমদ বদলের উপজেলা ছাত্রদল নেতা মামুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে জগন্নাথপুরে ছাত্রদলের কোন কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে ব্যাহত হলেও মাঠে বিএনপির পাশে থেকে সরকার বিরোধী সকল কর্মসুচিতে কাজ করে আসছি। আশা করছি, গঠনতন্ত্র অনুয়ায়ী যোগ্যতার অনুসারে কমিটি ঘোষনা করা হবে।

যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এমএ সাত্তার বলয়ের সভাপতি পদপ্রার্থী আল আমিন জানান, প্রায় ১৯ বছর ধরে কমিটি নেই।  সাংগঠনিক কার্যক্রমের গতি বাড়াতে দ্রূত কমিটি গঠনের দাবি জানাচ্ছি।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক মুমিত ইসলাম বলেন, জগন্নাথপুরের ছাত্রদলের কমিটি গঠনের প্রস্তুুতি চলছে। এ মাসেই কমিটি দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com