করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় উন্নয়ন সংস্থা ফেল্ডশীল নামের একটি উন্নয়ন সংস্থার আয়োজনে জগন্নাথপুরে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার দুপুরে উপজেলা প্রাঙ্গণে রাধারমণ দত্ত মিলনায়তনে জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সমকালের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ফ্রেন্ডশিপ প্রকল্পের মাঠ কর্মী বিপাশা আক্তারের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন ফ্রেন্ডশিপ প্রকল্পের পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফাফাত আরা। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও এস এটিভির জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার।
সভায় ডা: ইফফাত আরা বলেন, করোনার কঠিন পরিস্থিতিকালে থেকে এখন পর্যন্ত জগন্নাথপুরের প্রান্তিক অঞ্চলে বসবাসকারী প্রায় পাঁচ হাজার মানুষকে বিশেষ স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে ফ্রেন্ডশিপ। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য স্থানীয় জনগণকে আইসিডিডিআর বি উদ্ভাবিত হ্যান্ডওয়াশ তৈরির কৌশল শিখিয়ে দেওয়া হয়েছে হাতে -কলমে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিনামূল্যে ভিটামিন ঔষধ সরবরাহ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। উপজেলার প্রতিটি গ্রামে প্রতি মাসে ২০টি স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রম এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
Leave a Reply