যুক্তরাজ্য প্রতিনিধি:;বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে বৃটেনের নর্থহামটনে মর্মান্তিক সড়ক দুঘর্টনায় মারা গেছে জগন্নাথপুরের তরুণ হারিছ আলী। হারিছ উল্যার বাড়ি জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামে। গত রোববার মধ্যরাতে এ-৪৫ রোডের আলসবাটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারিছ আলী নর্থহামটন কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। হারিছ আলী পিতা মনফর আলী বসবাস করেন বৃটেনের নর্থহামটনের ১০৫ ওয়েকলিফ রোডে। ওই এলাকায় তাদের রেস্ট্ররেন্ট ব্যবসা রয়েছে।গত রোববার সন্ধ্যায় পিতার সঙ্গে রেস্টুরেন্টেই ছিল হারিছ আলী। রাত সাড়ে ১০ টার দিকে সে ফিরে আসে বাসায়। এসে মাকে বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়র কথা বলে গাড়ি নিয়ে বের হয়ে যায়।
এদিকে, রাত সাড়ে ১১ টার দিকে উইলিংবড়া এ-৪৫ রোড দিয়ে ১২০ মাইল গতি বেগে গাড়ি চালিয়ে যাচ্ছিলো হারিছ আলী। আলসবাটন এলাকার মোড়ে যাওয়া মাত্র গাড়িকে বাম দিকে মোড় ঘুরাতে চায়। এ সময় রাস্তার উপর উল্টো যায় গাড়িটি।
বৃটেন পুলিশ জানিয়েছে, ওই এলাকায় ঘন্টায় গতিবেগ ছিল ৭০ কিলোমিটার। কিন্তু ১২০ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিল হারিছ আলী। এক পর্যায়ে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি দুমড়ে মুষড়ে যায়। পরে গাড়ির ভেতর থেকেই হারিছের মৃতদেহ পাওয়া যায়।
এদিকে, লাশ উদ্ধারের পর লেস্টার হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। পোস্ট মর্টেমের পর আগামী শুক্রবার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। হারিছ আলীর বাড়ি জগন্নাথপুর উপজেলার গড়গড়ি গ্রামে। তারা দুই ভাই ও তিন বোন। সে সবার ছোটো।
হারিছের পিতা মনফর আলী জানিয়েছেন, সড়ক দুঘর্টনা রোধে সতর্ক হওয়া প্রয়োজন। এজন্য তিনি বৃটেনের কমিউনিটি নেতাদের সক্রিয় হওয়ার আহবান জানান। এদিকে তার মৃত্যুতে জগন্নাথপুরের গড়গড়ি গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply