বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে অবৈধভাবে বিদ্যুৎ লাইন ব্যবহার করায় ব্যাটারি চালিত ইজিবাইকের তিনটি গ্যারেজের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দীর্ঘদিন ধরে বেআইনিভাবে ব্যবহার করায় প্রায় ৭ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়ে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) রাত ১০ টা থেকে আজ
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানকালে ওই তিনটি গ্যারেজের অবৈধ লাইন কেঁটে দেয়া হয়। এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনটি মামলার আসামিরা হলেন পৌরসভার ইসহাকপুর এলাকার শামসুল ইসলাম তাকে ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ ৩৯ হাজার টাকা, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মইনুল ইসলাম তালুকদার কে ৬১ হাজার ৫৭৮ টাকা ও বাসষ্ট্যান্ড এলাকার আবুল মিয়ার কাছে ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা বিল করা হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর আওতাধীন জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আবাসিক প্রকৌশলী মোঃ আজিজুল ইসলাম এর নেতৃত্বে উক্ত বিদ্যুৎ সরবরাহের উপ-সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাবেল ও মোঃ পরাগ হায়দার দুইটি দলে বিভক্ত হয়ে উপজেলার কুবাজপুর , সিলেট বাস স্ট্যান্ড, সৈয়দপুর, হবিবপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক (অটোরিক্সা/ টমটম/মিশুক) চার্জিং এর গ্যারেজ সমূহে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন।
জগন্নাথপুর উপজেলার আবাসিক প্রকৌশলী মোঃ আজিজুল ইসলাম আজাদ বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বিদ্যুৎ সংযোগধারীরা শুধু সরকারের রাজস্ব আদায়ই বিঘ্নিত করে না বরং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অন্যতম অন্তরায় হয়ে দাঁড়ায়েছে।
Leave a Reply