৮০ বছর দুনিয়া চষে বেড়িয়েছি কখনও শুনিনি সর্দি-কাশিতে মহামারী আকারে বিশ্বব্যাপী মানুষের মৃত্যু হয়। এই সর্দিকাশি কোল্ড ফিভার নতুন নাম ‘কোভিড-১৯ নোভেল করোনাভাইরাস’।
কলেরা, গুটিবসন্ত মহামারী আকারে ছোঁয়াছে রোগও দেখা গেছে নির্দিষ্ট কিছু এলাকায়, এভাবে একসঙ্গে বিশ্বব্যাপী নয়। সাধারণত দুই আড়াই দিনে সর্দি-কাশি, ঠাণ্ডা-জ্বর আরোগ্য হয়ে যায়- মানুষের মৃত্যু হয় না। কিন্তু আজ কেন এমন হচ্ছে।
কোরআনের বাণী- সূরা তাগাবুন, আয়াত-১১ : অর্থাৎ : কোনো মুসিবত আল্লাহর নির্দেশ ভিন্ন আসে না, আর যে আল্লাহতায়ালার ওপর ইমান রাখে, আল্লাহ তার অন্তরে পথ দেখাইয়া দেন।
নিশ্চয়ই আল্লাহর নির্দেশেই দুই আড়াই দিনে আরোগ্য হওয়া এমন সর্দি-কাশি, ঠাণ্ডা-জ্বর, গলায় ব্যথা, মাথাব্যথা মহামারী আকার ধারণ করে বিশ্বব্যাপী মানুষ মৃত্যুবরণ করছে ‘করোনাভাইরাস’ নামে।
বোধহয় সিরিয়ার সেই ছোট্ট শিশুটিই ‘আল্লাহকে সব বলে দিয়েছে,’ মিডিয়ায় ঝড় উঠেছিল এই সিরিয়ার ছোট্ট শিশুটির কথায়।
২-৩ বছর আগে আকাশে উড়তে গিয়ে একটি পাখি মিসাইলের আঘাতে ছিন্নভিন্ন হয়ে মাটিতে পড়ে গেলে পাখিটিকে হাতে নিয়ে সিরিয়ার ওই ছোট্ট শিশুটি চরম মনঃকষ্টে সেদিন কাঁদতে কাঁদতে বলেছিল আমি আল্লাহকে সব বলে দেব, বোধ হয় ওই পাখিটির কথাও সে আল্লাহকে বলে দিয়েছে।
সৌজন্যে যুগান্তর
Leave a Reply