1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
তিন দফা বন্যায় জগন্নাথপুরে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা, লাখো মানুষের দুর্ভোগ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নৈরাজ্যের বিরুদ্ধে সরকারের কঠোর হুঁশিয়ারি উচ্চাকাঙ্ক্ষা যেভাবে মানুষকে মৃত্যু থেকে গাফেল রাখে জগন্নাথপুর মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড পাটলী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কমিটি গঠন সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার মুক্তির দাবি ঐক্য পরিষদের জগন্নাথপুরে বিএনপির অফিস পুড়ানো ও চুরির মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী এম এ মান্নান ঢাকায় তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ / ৩ জন মারা যাওয়ার দাবি চিলাউড়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট অনুমোদিত সুনামগঞ্জ- সিলেট সড়কে ট্রাক ও অটোরিকশা সংর্ঘষ/ নিহত ১

তিন দফা বন্যায় জগন্নাথপুরে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা, লাখো মানুষের দুর্ভোগ

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৮৮১ Time View

বিশেষ প্রতিনিধি:

জগন্নাথপুরে বন্যায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যন্ত হয়ে পড়েছে। ফলে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ।

স্থানীয় এলাকাবাসি ও এলজিইডি কার্যালয় সুত্রে জানা যায়, প্রবাসি অধ্যুষিত এ উপজেলা সম্প্রতি টানা তিন দফা বন্যায় জগন্নাথপুর-সিলেট সড়ক, ভবেরবাজার-নয়াবন্দর কাঠালখাই- গোয়ালাবাজার সড়ক, শিবগঞ্জ-বেগমপুর সড়ক. ইড়কছই-চিলাউড়া সড়ক, তেলোকোনা-গলাখাই সড়ক, রানীগঞ্জ-হলিকোনা-স্বজনশ্রী সড়ক, হলিমপুর-করিমপুর সড়ক, জগন্নাথপুর-হবিবপুর মাঝপাড়া সড়ক, প্রভাকরপুর-নন্দিরগাঁও সড়ক, শাহারপাড়া বাজার-শ্রীরামসী বাজার ভায়া পীরের বাজার সড়ক, কেশবপুর-রসুলগঞ্জ বাজার ভায়া এরালিয়া সড়ক, শ্রীরামসী-মিয়ারবাজার সড়ক, লুদুরপুর-সৈয়দপুর সড়ক, ও জগন্নাথপুর-খাদ্য গুদাম সড়কসহ উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের প্রায় সব ক’টি সড়কে বন্যা ও অতিবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অতিবৃষ্টিতে সংস্কারহীন জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের বিভিন্ন স্থানে ভাঙন গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়ে যান চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে।

এদিকে রানীগঞ্জের দক্ষিণাংশে রানীগঞ্জ- রৌয়াইল সড়কটি কুশিয়ারা নদীর প্রবল ¯্রােতে ভেঙে গেছে। বন্যার পানির চাপে ভেঙে গেছে পাটলী ইউনিয়নের লামা রসুলগঞ্জ সড়কটি। ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় যুবক আবু জিলানী জানান, বন্যার পানির ¯্রােতে সড়কটি ভেঙে যাওয়ায় প্রায় ২০ গ্রামের মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। প্রবল ¯্রােতের মধ্যেও স্থানীয়রা বাশের সাকোঁ দিয়ে ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন।

জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেরপুর এলাকার বাসিন্দা লুৎফুর রহমান বলেন, মইয়ার হাওরের ঢেউ আর বন্যার পানিতে ইকড়ছই-চিলাউড়া সড়কের কয়েকটি স্থানে ধসে ধসে পড়ছে। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে ভাঙন প্রতিরোধে মেরামতের কাজ করলেও সড়কটি ভাঙনের হুমকি রয়েছে। এ সড়কে দ্রুত সংস্কার করা না হলে উপজেলা সদরের সঙ্গে চিলাউড়া ইউনিয়নবাসীসহ পৌর এলাকার একাংশের জনসাধারণের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরামের নেতা রোমানুল হক রুমেন বলেন, তিনদফা বন্যায় জগন্নাথপুর উপজেলার সকল সড়ক বিপর্যস্ত। অধিকাংশ সড়কে যানচলাচল বিচ্ছিন্ন রয়েছে। নৌকাই এখন যানচালের একমাত্র ভরসা। যোগাযোগা ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়াতে লাখো মানুষের ভোগান্তি উঠেছে চরমে।

জগন্নাথপুরের পরিবহন নেতা নিজামুল করিম জানান, বন্যার আর অতিবৃষ্টির কারণে সিলেটে বিভাগীয় শহরে এবং জেলা শহর সুনামগঞ্জের সঙ্গে জগন্নাথপুর উপজেলাবাসীর যোগাযোগের প্রধান দুই সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের আক্তারপাড়া এলাকায় বিকল্প সংযোগ সড়কের একাংশ পানিতে তলিয়ে যাওয়ায় গত কয়েকদিন ধরে এই সড়কের সরাসারি যানচলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে সংস্কারহীন জগন্নাথপুর-সিলেট সড়কে বিধ্বস্ত হয়ে পড়েছে। সড়কজুড়ে বড় বড় বড় গর্ত খানাখন্দ এবং বিভিন্ন স্থানে পানি ওঠে যাওয়ায় যানবাহন চলাচলে অনুপযোগি হয়ে উঠেছে।

কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হাসিম বলেন, তিনদফা বন্যায় ইউনিয়নের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। এসব সড়ক দিয়ে উপজেলা সদরের সঙ্গে যাতায়াত করতে হয় ইউনিয়নবাসীকে। যাতায়াতের জনসাধারণ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন।

হাওর ব্যষ্টিত উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া বলেন, আমার ইউনিয়নে বন্যায় যাতায়াত ব্যবস্থা বিপর্যন্ত হয়ে পড়েছে। প্রায় সড়ক সড়কেই পানিতে তলিয়ে গেছে। লোকজনের যাতায়াতের ভোগান্তিতের শিকার হচ্ছেন।

জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, দ্বিতীয় দফা বন্যায় জগন্নাথপুরের ১৫টি সড়কের ১১.১৬০ কিলোমিটার ক্ষতিগ্রস্থ হয়েছিল। এরমধ্যে তৃতীয় দফা বন্যায় জগন্নাথপুরের ১৫টি সড়কে ১২ কোটি টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com