স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন করে আরেকজন করোনা শনাক্ত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহকারী একজন স্বাস্থ্যকর্মী।
আজ সোমবার (২৯ জুন) সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাব থেকে নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন করে আক্রান্ত ব্যক্তি একজন সাহসী ও মানবিক স্বাস্থ্যকর্মী। তিনি করোনার নমুনা সংগ্রহের কাজ করে আসছিলেন। জগন্নাথপুরে মোট করোনা আক্রান্ত ৮৩ জন। এরমধ্যে আরও একজন চিকিৎসকসহ ছয়জন স্বাস্হ্য কর্মী আক্রান্ত হন। তারমধ্যে সুস্থ হয়েছেন তিনজন।
Leave a Reply