রাকিল হোসেন :নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে ১কোটি ১৬ লক্ষ টাকা ব্যায়ে পরিবার পরিকল্পনা বিভাগের অর্থায়নে নির্মিত দীঘলবাক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টার সময় পরিবার কল্যাণ কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া। পরিচালনা করেন,ছাত্রলীগের সভাপতি শাহাজান সাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পরিবার কল্যাণ কেন্দ্রের উপপরিচালক জসিম উদ্দিন,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ পরিবার কেন্দ্রের পরিচালক শাহাদাত হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নগেন্দ্র,কুমার। বক্তব্য রাখেন,দীঘলবাক আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন (রব্বানী),সাধারন সম্পাদক সুজাত চৌধুরী,শামীম আহমদ,ডা: সুমন,নাজমুল ইসলাম,গোলজার আহমদ, আঙ্গুর মিয়া,নীলুফা ইয়াছমিন নীলু,ছালিক মিয়া ,হারুনুর রশীদ,শোয়েব আহমদ সুমন প্রমূখ। পরে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি উদ্বোধন করেন।
Leave a Reply