মো. মোশারফ হোসাইন, শেরপুর থেকে:
শেরপুরের নকলায় সুগারক্রপ চাষের আধুনিক প্রযুক্তি শীর্ষক চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট জামালপুর উপকেন্দ্রের আয়োজনে সরকারের নির্দেশিত সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) জামালপুর উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) কৃষিবিদ ড. খন্দকার মহিউল আলম-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) ঈশ্বরদী, পাবনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মৃত্তিকা ও পুষ্টি বিভাগের প্রধান কৃষিবিদ ড. গাজী মো. আকরাম হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর খামার বাড়ির উপপরিচালক (ডিডি) কৃষিবিদ ড. মোহিত কুমার দে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ পরেশ চন্দ্র দাস প্রমুখ। এ প্রশিক্ষণে স্থানীয় আখ চাষীরা উপস্থিত ছিলেন।
এর আগে ২ জুন মঙ্গলবার বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) জামালপুর উপকেন্দ্রে সুগারক্রপ চাষের আধুনিক প্রযুক্তি শীর্ষক চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুর খামার বাড়ির উপপরিচালক (ডিডি) কৃষিবিদ মো. আমিনুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিণ কর্মকর্তা ড. মো. হজরত আলী প্রমুখ। সেখানেও সরকারের নির্দেশিত সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনেই কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) জামালপুর উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) কৃষিবিদ ড. খন্দকার মহিউল আলম। তিনি বলেন, আখ চাষে ব্যয়ের তুলনায় লাভ বেশি পাওয়ায় কৃষকরা ধানসহ বিভিন্ন শস্য আবাদ ছেড়ে দিন দিন আখ চাষের দিকে ঝুঁকছেন।
Leave a Reply