1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বঙ্গবন্ধুকে জানুন, বাংলাদেশকে ভালোবাসুন’:লন্ডনে তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু বইমেলা অনুষ্ঠিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুকে জানুন, বাংলাদেশকে ভালোবাসুন’:লন্ডনে তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু বইমেলা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫
  • ৩৯৫ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে ‘বঙ্গবন্ধুকে জানুন, বাংলাদেশকে ভালোবাসুন’-এই শ্লোগানকে ধারন করে লন্ডনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু বইমেলা। রবিবারপূর্ব লন্ডনের বেথনালগ্রীনস্থ অক্সফোর্ড হাউসে এই বইমেলার উদ্বোধন ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুসেন্টার, ইউরোপিয়ান কলেজ অব ল এবং সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিতএ বইমেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামাননূর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতি হিসেবে বিশ্ব দরবারে আমাদের পরিচয় করিয়েদিয়েছেন বঙ্গবন্ধু। তাঁর ডাকে সাড়া দিয়েই দলমত নির্বিশেষে সবাই মুক্তিযুদ্ধে অংশনিয়েছিলো। সংস্কৃতি মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র নতুন কিছু নয়,এটি সেই পাকিস্তান আমল থেকেই হয়ে আসছে। কিন্তু বাস্তবতা হলো, কোন ব্যক্তিকে হত্যা করাগেলেও ইতিহাসকে হত্যা করা যায় না। ইতিহাসের শেকড় অনেক গভীরে প্রোথিত থাকে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধুসেন্টারের পরিচালক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।বিশিষ্ট সাংবাদিক বুলবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন অমর একুশে গানের রচয়িতা সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী,প্রফেসর লরেন্স ওয়েটসন, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নানও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। ধন ধান্য পুষ্প ভরা’ গানের ছন্দে উদীচী’র শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বইমেলারঅন্যতম উদ্যোক্তা প্রশান্ত ভূষণ বড়ুয়া। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টারতানিয়া আমির, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আলহাজ্ব শামসুদ্দিনখান, সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক ও যুগ্ম সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ প্রমুখ।
যুগে যুগে বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছেএমন মন্তব্য করে অনুষ্ঠানের বিশেষ অতিথি আব্দুল গাফফার চৌধুরী বলেন, সকল ষড়যন্ত্রেরজাল ছিন্ন করেই আমরা এগিয়ে গিয়েছি। এটিই বাঙ্গালির ইতিহাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com