স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে করোনায় আক্রান্ত দুই নির্মাণ শ্রমিকের বাড়িতে গিয়ে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা প্রদান করেছেন জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত।
আজ মঙ্গলবার দুপুরে মো: ইয়াসির আরাফাত আক্রান্ত দুই ব্যক্তির বাড়িতে গিয়ে তাদের খাদ্য সহায়তা পৌঁছে দেন। ত্রাণসামগ্রীর সঙ্গে একটি সাদা কাগজে লেখা ছিল- ‘মনে সাহস রাখবেন, উপজেলা প্রশাসন আমাদের পাশে আছে।’
ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, কলা তরমুজসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। বিতরণকালে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত বলেন, করোনাকালে ভয় নয়, সাহস রাখতে হবে। আমাদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে মানুষ মানুষের জন্য। তবেই আমরা জয়ী হব।
Leave a Reply