স্টাফ রির্পোটার :: উপজেলা পরিষদের উন্নয়ন পরিকল্পনা বিধিমালা প্রনয়ন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে বুধবার বিকেলে এক মতবিনিময় সভা উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্ব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের উন্নয়ণ পরিকল্পনা বিধিমালা প্রণয়ন কার্যক্রমের পরামর্শক সাবেক অতিরিক্ত সচিব মোঃ ফিরোজ মিয়া। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদত মুক্তা, উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের জেলা ফ্যসিলিটেটর জিল্লুর রহমান, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব্, সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুল খয়ের ইসরাইল, প্রমুখ। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মশাহিদ, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সভাপতি আব্দুল গফুর, এনজিওকর্মী লায়লা বেগম প্রমুখ সভায় উপজেলা পরিষদের উন্নয়ন বিধিমালা প্রণয়নে মতামত গ্রহণ করা হয়।
Leave a Reply