1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুর পৌরসভা নির্বাচন স্থগিত হতে পারে! - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
আলজাজিরার প্রতিবেদন/ যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর ৩৬০টি বিলাস বহুল বাড়ি আপা, আপা’ বলা সেই আওয়ামী লীগ কর্মী বহিষ্কার আমরা যদি আওয়ামী লীগের মতো করি, আমাদেরও একই দশা হবে: মির্জা ফখরুল অনুপস্থিত পুলিশ সদস্যরা আর যোগদান করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা হবিগঞ্জের সাবেক মেয়র আ.লীগ নেতা আতাউর রহমান সেলিম গ্রেপ্তার নামাজে যা বলা হয়, তার অর্থ বুঝলে অন্য চিন্তা আসে না বিএনপির গনতন্ত্র দিবসের সমাবেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের শোভাযাত্রা  নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী দিরাইয়ে ছাত্রশিবিরের নবীন বরন অনুষ্ঠানে এডভোকেট শিশির মনির-সমাজে সম্মান পাওয়ার এক মাত্র রাস্তা হল জ্ঞান অর্জন অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রম মনঃপূত না হলেও তাদের ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক জিয়া

জগন্নাথপুর পৌরসভা নির্বাচন স্থগিত হতে পারে!

  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ১২১২ Time View

বিশেষ প্রতিনিধি- করোনাভাইরাসের কারণে বাংলাদেশ সহ বিশ্ব যখন আতঙ্কিত ঠিক তখনি দেশে স্হানীয় সরকার নির্বাচন নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচন কমিশন ২১ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সহ সকল স্হানীয় নির্বাচন বিষয়ে মতামত ব্যক্ত করার ঘোষণা দেওয়া সার্বিক পরিস্থিতি বিবেচনায় জগন্নাথপুর পৌরসভা নির্বাচন স্থগিতের সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়াও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম নির্বাচন স্থগিতের আবেদন জানিয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন।
নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের সাথে আলোচনা করে জানা গেছে, করোনাভাইরাস বিষয়ে দেশের সার্বিক পরিস্থিতি অবনতি হওয়ায় বিশিষ্টজন দেশের সকল স্হানীয় সরকার নির্বাচন স্থগিতের দাবি করেছেন।এমন কি দেশে জরুরি অবস্থা জারির দাবিও উঠেছে। গতকাল শুক্রবার নতুন করে আরো তিন জন করোনাভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ায় বাংলাদেশের পরিস্থিতি অবনতি ঘটে। ফলে নির্বাচন স্থগিতের সমুহ সম্ভাবনা দেখা দেয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, জগন্নাথপুর পৌর সভার উপ নির্বাচনের সাথে সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারীরা বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় আমি নির্বাচন স্থগিতের আবেদন করছি। জেলা প্রশাসকের মাধ্যমে এ আবেদন নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। আশা করছি আজ এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে। তিনি বলেন, জগন্নাথপুরে একটি প্রবাসী অধ্যুষিত উপজেলা। সাম্প্রতিককালে ৫০০ বেশী প্রবাসী দেশে এসেছেন তন্মধ্যে ৪৭জন হোমকোয়ারেন্টিনে আছেন। সার্বিক পরিস্থিতি মোকাবিলায়,আমরা কাজ করছি। তবে নির্বাচন হওয়ার মতো পরিবেশ আপাতত নেই।
উল্লেখ্য আগামী ২৯ মার্চ পৌর সভার উপ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। চারজন প্রার্থী নির্বাচনী প্রচারনায় আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com