স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের যাত্রাপাশা গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যাগে প্রতি বছরের ন্যায় আজ বৃহস্পতিবার পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের শুভ বার্ষিকী গোষ্ঠ বিহার উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ছয়টায় উৎসব পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্ধোধন করা হয়।সাড়ে সাতটায় করোনাভাইরাস থেকে জাতি কে মুক্ত রাখতে বিশেষ প্রার্থনা নগর পরিক্রমা সকাল ৯টায় শ্রীকৃষ্ণ গোষ্ঠে গমন ও সকাল ১১টায় শ্রীকৃষ্ণের লীলা সংকীর্তন বিকেল চারটায় ফেরা গোষ্ঠ ও মহা প্রসাদ বিতরণ করা হয়। দিনব্যাপী উৎসব অঙ্গন পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া,প্রয়াত মেয়রপুত্র স্বতন্ত্র প্রার্থী আবুল হুসাইন সেলিম, বিএনপি মনোনীত প্রার্থী রাজু আহমেদ, উপজেলা যুবলীগ সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেবসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উৎসব অঙ্গন পরিদর্শন করেন। এসময় উৎসব উদযাপন কমিটির সভাপতি নিবারন গোপ,সাধারণ সম্পাদক প্রজেশ গোপ,সহ সাধারণ সম্পাদক বকুল গোপ, অর্থ সম্পাদক জীবন গোপ,সাংস্কৃতিক সম্পাদক রজত গোপসহ কমিটির নেতৃবৃন্দ অতিথিদের স্বাগত জানান।
গোষ্ঠবিহার উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ বলেন, বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে কাজ করছে। তাই সবকিছুর উদ্ধে উঠে অসাম্প্রদায়িক চেতনাকে জাগিয়ে রাখতে আওয়ামীলীগ সরকার কে সমর্থন দিতে হবে। মানতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত। তিনি অসাম্প্রদায়িক চেতনা ও উন্নয়নের ধারা বজায় রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই বলে উল্লেখ করেন। প্রসঙ্গত করোনাভাইরাস এর কারণে এবার উৎসব সংকোচিত করা হয়।
Leave a Reply