স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের নেতা কর্মী।
আজ সোমবার সন্ধ্যার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন, নুরুল ইসলাম, সাদেকুর রহমান সাদ, আফিজ উদ্দিন, আনোয়ার আলী, যুব লীগ নেতা আফরোজ আলী,সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ,স্বেচ্ছাসেবক লীগ নেতা জহুর মিয়া, বশির আলী প্রমুখ। সভায় বক্তার বলেন, অগণন্ত্রানিকভাবে আওয়ামী লীগের গঠনতন্ত্র বহিভূত এই কমিটি গঠন করা হয়েছে।
নের্তৃমূলের নেতাকর্মীরা এই ঘোষিত কমিটি প্রত্যাখান করে নতুন কমিটি গঠনের আহবান জানান।
এর পূর্বে মিরপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply