স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমদ।
আজ সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষরিত পত্রে রাজু আহমদ কে দলীয় মনোনয়ন দেয়া হয়।
বিএনপির দলীয় মনোনযনপ্রাপ্ত রাজু আহমদ বলেন, আসন্ন জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। তিনি বলেন, স্বৈরাচারি অবৈধ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগন ধানের ধানের র্শীষ প্রতিককে বিজয়ী করবে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার জন্য তিনি আহবান জানান।
প্রসঙ্গত, গত পৌবনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে রাজু আহমদ আওয়ামী লীগের প্রার্থী সদ্য প্রয়াত মেয়র
আব্দুল মনাফের নিকট পরাজিত হন।
Leave a Reply