স্টাফ রিপোর্টার::সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি শামস শামীমকে হুমকি দেওয়ায় নিন্দা জানিয়েছেন সুনামগঞ্জে কর্মরত বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ ঘটনায় সাংবাদিক শামীম সোমবার রাতে সুনামগঞ্জ সদর থানায় ছাতকের মঈনপুর কলেজের অধ্যক্ষ মো. আখলাকুর রহমানকে অভিযুক্ত করে সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এদিকে সাংবাদিককে হুমকির প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জের সাংবাদিক সমাজ। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেনরায়, সিনিয়র সাংবাদিক সৈয়দ তাহের আলম মনসুর, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, গাজী টিভির প্রতিনিধি মাসুদ আলম চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক, এটিএন ও সমকালের প্রতিনধি পঙ্কজ দে, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি খলিল রহমান, দৈনিক সিলেট বাণী প্রতিনিধি মাসুক মিয়া, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি একেএম মহিম, দৈনিক জনকণ্ঠ ও মাছরাঙ্গা টিভির সাংবাদিক এমরানুল হক চৌধুরী, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, সাপ্তাহিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমেদ তালুকদার, যমুনা টিভির প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, চ্যানেল টোয়েন্টিফোর ও সকালের খবরের প্রতিনিধি মাইদুল রাসেল, দেশ টিভি ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি জাকির হোসেন, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ। সাংবাদিকরা আইন শৃঙ্খলা বাহিনীকে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। অপরদিকে সাংবাদিক শামস শামীমকে হুমকির ঘটনায় নিন্দা জ্ঞাপন করেছেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,বার্তা সম্পাদক আলী আহমদ।
Leave a Reply