1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শীঘ্রই সুনামগঞ্জ পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কাজ শুরু হবে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার ইসলামে ভিক্ষাবৃত্তিতে অনুৎসাহিত করা হয়েছে টিউলিপের পদত্যাগের জবাবে প্রধানমন্ত্রী স্টারমার-আপনার জন্য দরজা খোলা রইল পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক জগন্নাথপুরের ইমাম মির্জা আবুল কালাম আর নেই ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর জগন্নাথপুরের বেতাউকা গ্রামে চৌধুরী পরিবারের উদ্যাগে কম্বল বিতরণ জগন্নাথপুরের রানীগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত। প্রোক্লেমেশন দিতে ব্যর্থ হলে উপদেষ্টার পদ থেকে জনগণের কাতারে নেমে আসুন: হাসনাত আব্দুল্লাহ চলতি বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন চায় বিএনপি

শীঘ্রই সুনামগঞ্জ পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কাজ শুরু হবে

  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮১০ Time View

ছাতক প্রতিনিধি::
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, দেশের রেলপথ ব্যবস্থাকে আধুনিকায়ন, যুগোপযোগী নিরাপদ ও জনকল্যাণকর যাতায়াত মাধ্যম হিসেবে গড়ে তোলা হবে। রবিবার বন্ধ থাকা রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান ছাতক কংক্রিট স্লীপার কারখানা পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিলেট-ছাতক রেলপথকে সুনামগঞ্জ পর্যন্ত বর্ধিত করার কাজ দ্রুতই শুরু করা হবে। পরবর্তীতে এ লাইন মোহনগঞ্জ-নেত্রকোনা হয়ে ঢাকার সাথে সংযোগ করার পরিকল্পনা রয়েছে সরকারের। শীঘ্রই ছাতক কংক্রিট স্লীপার কারখানা ব্রডগেজ স্লীপার উৎপাদন উপযোগী করে চালু করা হবে।
সিলেট-ছাতক রেলে তিনগুণ বগি বৃদ্ধি করার কথা উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, ছাতকসহ দেশের বিভিন্ন অঞ্চলে দখলকৃত রেলওয়ের ভূমি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে তিনি রেলওয়ের ভোলাগঞ্জ বাংকার ও পাথর খনি এলাকা পরিদর্শন করেন। স্লীপার কারখানা পরিদর্শনকালে রেলওয়ে বিভাগের মহা পরিচালক মোহাম্মদ সামছুজ্জামান, রেলওয়ে পূর্বাঞ্চলের মহা-ব্যবস্থাপক নাসির উদ্দিন, এডিজি (আই) ধীরেন্দ্র নাথ মজুমদার, চিফ ইঞ্জিনিয়ার (পূর্ব) মোহাম্মদ সুবক্তগীন, ঢাকার ডিভিশন্যাল জেনারেল ম্যানেজার এএম সালাহ উদ্দিন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ ইকবাল, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, রেলওয়ের নির্বাহী প্রকৌশলী সুলতান আহমদ, এএসপি বিল্লাল হোসেন, ওসি মোস্তফা কামালসহ রেলওয়ে বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক সময় রেলওয়ের পাথর সরবরাহের একমাত্র মাধ্যম ছিল এই রজ্জু পথ। এটির দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার। ২০১৩ সাল থেকে এর কার্যক্রম বন্ধ আছে। পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রী বলেন, পুনরায় রেলওয়ের নিজস্ব কংক্রিট স্লিপার কারখানা চালু করা হবে। তিনি বলেন রেলওয়ের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। কিভাবে রজ্জুপথ চালু করে পাথর আনা যায় সিলেটের ভোলাগঞ্জ থেকে তা সরেজমিন দেখার জন্য তিনি এখানে এসেছেন বলে উল্লেখ করেন।
রেলপথমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কথা বলেছেন। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন। উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে বর্তমানে রেলে অনেক প্রকল্প হাতে নেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com