1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে সরকারি খাল ভরাটের কাজ বন্ধ করল প্রশাসন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন

জগন্নাথপুরে সরকারি খাল ভরাটের কাজ বন্ধ করল প্রশাসন

  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৫৫৮ Time View

জগন্নাথপুর উপজেলা সদরে একটি সরকারি খাল দখল করে মাটি ভরাট করার অভিযোগে শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।

এলাকাবাসী ও জগন্নাথপুর উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলা সদরের পৌর এলাকার বাড়ী জগন্নাথপুর এলাকায় জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের পাশে সরকারি খাল দখল করে বাড়ী জগন্নাথপুর এলাকার বাসিন্দা পারুল মিয়া গত তিন দিন ধরে মাটি ভরাট কাজ করছিলেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াসির আরাফাত অভিযান চালিয়ে সরকারি খালে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেন।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসীর কাছ থেকে মুঠোফোনে অভিযোগ পেয়ে আমি সরেজমিনে অভিযান চালিয়ে সরকারি খাল দখল করে মাটি ভরাট কাজ বন্ধ করে দেই। এবং দখলদারকে খালে ফেলানো মাটিগুলো দ্রুত নিজ উদ্যাগে সরিয়ে নিতে নির্দেশ দেই।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহ্ফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার খাল দখল করে মাটি ভরাট কেউ করতে পারেনা। কাজ বন্ধ করে খাল থেকে মাটি সরাতে বলা হয়েছে। না করলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com