বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে র্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ শনিবার দুপুরে দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রুহেলের পরিচালনায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহসভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল তাহিদ।সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কল্যাণ কান্তি রায় সানি, আব্দুল মুমিন নাসির, তোফায়েল আহমদ,যুগ্ম সম্পাদক তেহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজীব রায়া দুর্জয়, জগন্নাথপুর কলেজ ছাত্রলীগ সভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক তাহা আহমদ, পৌর ছাত্রলীগ নেতা কামরান, মিছবাহ, সারোওয়ার প্রমুখ।
পরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। এরপর এলাকার শতাধিক শীর্তাতদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। পরে পরিষদ প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান সস্পন্ন হয়েছে।
Leave a Reply