1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে নদী দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরু - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নদী দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরু

  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৭৩২ Time View
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যােগে নদ.নদী.খাল,ছড়াসহ সরকারি জলধার তীরবর্তী দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে।
আজ সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে উপজেলা সদরে অভিযান পরিচালনা করে নলজুর নদীর ওপর নির্মিত সেতুর পশ্চিম অংশের সেতুর মুখে থেকে একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে ওই স্থাপনার মালিক জানিয়েছেন তাঁরা সরকারিভাবে  লিজ নিয়ে স্থাপনা করা তৈরী করেছেন। এদিকে সেতুর পূর্বপাড়ে সেতুর মুখে অবৈধভাবে আরেকটি স্থাপনা থাকলেও উচ্ছেদ করা হয়নি। তবে অভিযানকালে চিহিৃত করা হয়েছে অসংখ্যা স্থাপনা। অচিরেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে স্থানীয় প্রশাসন সুত্রে জানা গেছে।
এদিকে অভিযানের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্ব উপজেলা সদরের পৌরশহরে দখলমুক্ত সংক্রান্তে র্যালি অনুষ্ঠিতে হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমে
গতকাল থেকে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মসুচির আওতায় সারাদেশের ন্যায় জেলা প্রশাসনের নির্দেশে নদী রক্ষায় অভিযান শুরু করেছি। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com