সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বোরো ফসল রক্ষা বেড়িবাঁধের ৪৫টি প্রকল্পের মধ্যে মাত্র একটি প্রকল্পের কাজ চলছে। অবশিষ্ট প্রকল্পের কাজ হবে থেকে শুরু হবে তা সুনিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দ্রুত এসব প্রকল্পের কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়, আগামী বোরো ফসলরক্ষা হাওরের বেড়িবাঁধ সংস্কার/নির্মাণ কাজের জরিপ কাজ শেষে গণশুনানির মাধ্যমে এবার ৪৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের কাজ গত শুক্রবার শেষ হয়েছে। গত বছর ৫০ টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ৩১.৮৪২ কিলোমিটার বেড়িবাঁধের কাজ হয়েছিল। যার বরাদ্দ ছিল সাড়ে ৫ কোটি টাকা। এবার জগন্নাথপুরে কাজ হবে ৪২.৩১০ কিলোমিটার। বরাদ্দ পাওয়া গেছে তিনকোটি টাকা। গত ১৫ ডিসেম্বর থেকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওরের পোল্ডার-২ এর আওতাধীন ৩২ নং প্রকল্পের (পিআইসি) উপজেলার মইয়ার হাওরের পাশে স্থানীয় ষ্টিল ব্রিজের পশ্চিম অংশে কাজ শুরু করেছে। ওই প্রকল্পের সঙ্গে আরো ৫টি প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা থাকলেও শেষ ওই একটি প্রকল্প ছাড়াও আর কোনো প্রকল্পের কাজ গতকাল পযর্ন্ত শুরু হয়নি।
হাওর বাঁচাও আন্দোলন কমিটির জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক সিরাজুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে হাওরের বেড়িবাঁধের কাজ শুরু হয়ে ২৮ ফেব্রুয়াারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।এখন পর্যন্ত মাত্র একটি প্রকল্পের কাজ শুরু হওয়ায় কাজের গতি নিয়ে শঙ্কা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য তিনি আহবান জানান।
জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী হাসান গাজী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের কাজ শেষ হয়েছে। এখন থেকে এসব প্রকল্পগুলো কাজ শুরু হবে। হাওরের একটি প্রকল্পের কাজ এরমধ্যে শুরু হয়েছে। অপর প্রকল্পগুলোর কাজ পর্যাক্রমে শুরু হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার জগন্নাথপুরে ৪২.৩১০ কিলোমিটার বেড়িবাঁধের কাজের জন্য প্রাথমিকভাবে তিন কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। হাওরের বেড়িবাঁধগুলো নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হবে।
Leave a Reply