1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দৈনন্দিন জীবনে ইসলাম - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

দৈনন্দিন জীবনে ইসলাম

  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬৯ Time View

প্রশ্ন : শখের বসে পালিত পশু পাখির পেছনে ব্যয়কৃত অর্থ কী অপচয়? দামী পশুপাখি ইত্যাদির কি যাকাত দিতে হবে?
আফিফা অন্তরা, মালিবাগ, ঢাকা
উত্তর : এ বিষয়টি আপনার চারপাশের আর্থ-সামাজিক অবস্থার বিচারে বৈধ, অপচয় বা গোনাহ সবই হতে পারে। আপনি যদি নিজের ফরজ দায়িত্ব, যাকাত, সাদাকাহ, গরীবের হক সব ঠিকঠাক পালনের পর সহনীয় অর্থ ব্যয়ে পশু-পাখি পালন করেন, তাহলে এটি সরাসরি অবৈধ নয়। তবে ইসলামে প্রয়োজন ছাড়া কোনো পশু বা পাখিকে আটকে রাখা পছন্দনীয় নয়। কোনো পশু-পাখির বাচ্চাকে তার মা থেকে আলাদা করতে আল্লাহর রাসুল সা. নিষেধ করেছেন। একবার এক ব্যক্তি পাখির বাচ্চা ধরে নিয়ে এলে তিনি তাকে সেটি দ্রæত তার বাসায় রেখে এসে পাখির মায়ের অস্থিরতা দূর করার হুকুম দেন। বর্তমানে দেখা যায়, নানা দেশের সরকারও পশু-পাখি রক্ষার আইন করেছে। এসবকে বিরক্ত করা, আটকে রাখা বেআইনি। সবদিক বিবেচনা করে শখ পূরণ করা উচিত। অনেক মানুষ ব্যক্তিগত চিড়িয়াখানা বা পশু-পাখি সংগ্রহের নামে লক্ষ কোটি টাকা ব্যয় করে। যা নিঃসন্দেহে অপচয়। এসব ক্ষেত্রে পরিস্থিতি ভেদে উপযুক্ত মাসআলা আলেমদের কাছে জেনে নেওয়া অপরিহার্য। শুধু পালনের উদ্দেশ্যে রাখা পশু-পাখির যাকাত নেই। তবে বিক্রি বা লাভের উদ্দেশ্যে রাখা পশু-পাখির বর্তমান বাজার মূল্য ধরে যাকাত দিতে হবে।

প্রশ্ন : বিধবাদের ক্ষেত্রে গহনার যাকাতের মাসআলা কি? হীরার তৈরী গহনার যাকাত দিতে হবে কি?
এমিলি মির্জা, গুলশান, ঢাকা।
উত্তর : বিধবা যদি যাকাতের নেসাব পরিমাণ মালের মালিক হন, তাহলে তারও যাকাত দিতে হবে। এক্ষেত্রে গহনাও শামিল। হীরার তৈরী গহনারও বাজার মূল্য ধরে যাকাত দিতে হবে।

-আল্লামা মুফতী উবায়দুর রহমান খান নদভী।

দৈনিক ইনকিলাব।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com