সুনামগঞ্জের জগন্নাথপুরের স্টুডেন্ট’স কেয়ার’র উদ্যোগে ৩য়তম বিজয় টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান।
পরে স্টুডেন্ট’স কেয়ারের সভাপতি মাসুম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মুন্নার পরিচালনায় উদ্বোধনীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভুইয়া, যুগ্ম আকমল হোসেন ভুইয়া, জগন্নাথপুর ওয়ালটন শাখার পরিচালক জামাল উদ্দিন বেলাল, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি সায়েক আহমদ, স্টুডেন্ট’স কেয়ারের প্রতিষ্ঠাতা সদস্য এম.শামীম আহমেদ,স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেন, সহ-সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সম্পাদক আলী হোসেন, অর্থ সম্পাদক আমিনুর রহমান, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার সম্পাদককামরুল হাসান সাজু, সমাজ কল্যাণ সম্পাদক ইকবাল হোসেন সদস্য, নাছিফ, সুহান,সামসুন্নুর, জুবায়ের, কুহিনুর প্রমুখ।
উদ্বোধনী খেলায় ইকড়ছই রুয়েল ক্লাব আদনান রুয়েল চেলেঞ্জার ইনাতনগর ক্রিকেট ক্লাবকে ৫৫ রানে হারিয়ে বিজয়ী হয়েছে।
আয়োজনকরা জানিয়েছেন টুর্নামেন্টে মোট ১৬ দল অংশ গ্রহণ করেছে।
Leave a Reply